সংবাদদাতা, কোচবিহার: উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে বিজেপির হাফ মন্ত্রী নিশীথ প্রামাণিক মিথ্যাচার করলেন। মঙ্গলবার তিনি বলেন, উত্তরবঙ্গ বঞ্চিত। আর এই মিথ্যাচারে তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জন্য একের পর এক প্রকল্প উপহার দিয়েছেন। আর রেলমন্ত্রী হিসাবে উত্তরবঙ্গের জন্য তিনি দিয়েছেন বহু প্রকল্প। যা পশ্চিমবঙ্গের জন্য এ পর্যন্ত দিল্লি সরকারের দেওয়া ঘোষিত সব প্রকল্পের থেকে অনেক অনেক বেশি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আরও বলেছেন, আসলে এ ধরনের মন্তব্য করে নিজের গুরুত্ব বাড়ানো। আসলে লড়াইটা আদি বিজেপি বনাম নব্য বিজেপির। বিজেপি যে কোনও ভাবেই রুখতে চাইছে বাংলার উন্নয়নকে, নষ্ট করতে চাইছে শান্তির বাতাবরণ। থেকে থেকেই বাংলাভাগের দাবি তুলছে। যা নিয়ে উত্তরবঙ্গের মানুষ প্রবল প্রতিবাদে ফুঁসছে।
কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের কয়েকজনকে সান্ত্বনা পুরস্কারের মতো প্রতিমন্ত্রীর পদ দিয়েছে। তাঁদেরই একজন এই নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন। কিন্তু উত্তরবঙ্গের লোক হিসাবে কোথায় তিনি কেন্দ্রের কাছ থেকে দাবিদাওয়া আদায় করে উত্তরবঙ্গের উন্নয়নে কিছুই করেননি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আরও বলেছেন ‘সর্বৈব মিথ্যাচার করছেন নিশীথ অধিকারী। রেলমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে কীভাবে একের পর এক প্রকল্প উপহার দিয়েছেন। তারপর মুখ্যমন্ত্রী হয়েও তিনি উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে যা করেছেন এবং করছেন, তারপর এসব কথা বলা মানে সর্বৈব মিথ্যাচার। বাংলার মানুষ এই মিথ্যাচারের জবাব দেবে।’