Tmc in supreme court : বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস

Must read

প্রতিবেদন : ত্রিপুরায় তৃণমূলের ওপর লাগাতার হামলা, ত্রিপুরা সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দলের।

আরও পড়ুন : Tripura BJP Attack on TMC: তৃণমূল কর্মীদের উপর হামলা, আবার তাদেরই গ্রেফতার!

সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ত্রিপুরায় সব রাজনৈতিক দলকেই নির্বিঘ্নে প্রচারের সুযোগ করে দিতে হবে। এর দায়িত্ব নিতে হবে ত্রিপুরা প্রশাসনকেই। মানা হয়নি সেই নির্দেশ। লাগাতার সন্ত্রাস চলছেই। পুলিশ-প্রশাসন নীরব। তাই সুপ্রিম কোর্টে ত্রিপুরায় বিজেপি সরকারে বিরুদ্ধে এবার আদালত অবমাননার মামলা করল তৃণমূল কংগ্রেস।

কোর্টের নির্দেশ অমান্য করে ত্রিপুরায় লাগামছাড়া সন্ত্রাস চলছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী, দলের নেতা-কর্মীদের ওপর প্রাণঘাতী হামলা হচ্ছে। গত কয়েকদিনে একাধিক প্রার্থী, নেতা – কর্মীকে হাসাপাতালে ভর্তি করতে হয়েছে।
রাতের অন্ধকারে হামলা হচ্ছে বাড়িতেও। পুলিশকে জানিয়েও লাভ হয়নি। বুধ ও বৃহস্পতিবার এই তাণ্ডব আরও ভয়ানক ভাবে বেড়েছে। যার প্রতিবাদে সুবল ভৌমিক, সাংসদ সুস্মিতা দেব, জুন মালিয়া, সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দোপাধ্যায় সহ স্থানীয় তৃণমূল নেতা- কর্মী -সমর্থকরা মোমবাতি মিছিল ও প্রতিবাদ সভা করেন আগরতলায়। একইসঙ্গে ত্রিপুরার ডিজি, স্বরাষ্ট্র সচিব ও পুলিশ সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আদালতের হস্তক্ষেপ চাইল তৃণমূল কংগ্রেস।

Latest article