ফ্যাক্ট ফাইন্ডিংয়ে মিথ্যাচার, পাল্টা জবাব তৃণমূলের

Must read

প্রতিবেদন : কসবার ঘটনা নিয়ে বিজেপির পাঠানো ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মিথ্যাচারের পাল্টা জবাব দিল তৃণমূল কংগ্রেস (TMC)। দলের স্পষ্ট বক্তব্য, বিজেপির তথাকথিত ফ্যাক্ট ফাইন্ডিং টিম নির্লজ্জ মিথ্যাচার করেছে কসবার ঘটনা নিয়ে। কলকাতা পুলিশ সঙ্গে সঙ্গে অভিযুক্তদের গ্রেফতার করেছে। যা যা তদন্ত হওয়া দরকার, সেই তদন্ত চলছে। আরজি করের ক্ষেত্রেও মূল অভিযুক্তকে কলকাতা পুলিশই গ্রেফতার করেছিল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ তীব্র কটাক্ষে বলেন, কীসের ফ্যাক্ট ফাইন্ডিং টিম? এরা বলছে নির্যাতিতার পরিবার ফোন তোলেনি। কখনও দোষ দিচ্ছে মিডিয়াকে। কার্তিক মহারাজের বিরুদ্ধে এক মহিলা যখন ভয়ঙ্কর সব অভিযোগ আনেন, তখন এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম ফ্যাক্ট খুঁজতে গেলেন না তো! এসব ক্ষেত্রে কোথায় থাকে আপনাদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম? কোথায় থাকে জাতীয় মহিলা কমিশন? যখন উন্নাও, হাথরস হয় তখন কোথায় থাকেন? কুণালের সংযোজন, উত্তরপ্রদেশে কয়েকজন পুলিশ ধর্ষণ করেছে ছাত্রীকে। মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে ঢুকে নার্সকে গলা কেটে খুন করেছে। পুনেতে ডেলিভারি বয় সেজে বাড়িতে ঢুকে ধর্ষণ করেছে। বিজেপি-রাজত্বে পরপর সারা ভারতে যে ঘটনা ঘটছে, সেখানে যাওয়ার জন্য কি আপনাদের টিএ-ডিএ দেয় না? আর বিপ্লব দেবের আমলে ত্রিপুরায় কী হয়েছিল কেউ জানে না? তাকে আবার কষ্ট করে বয়ে আনলেন এখানে! এই রাজনৈতিক পর্যটকদের মিথ্যাচার ও কুৎসা বাংলার মানুষ প্রত্যাখ্যান করবেন। সারা দেশের মানুষ বুঝেছেন, বিজেপি মানেই নারী-নির্যাতন, খুন-ধর্ষণ-রাহাজানি। বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবে।

আরও পড়ুন- নেই ভারত, ট্রাম্পের শুল্ক নীতির চাপে বাংলাদেশ! চিঠি ১৪ দেশকে

Latest article