প্রতিবেদন: তথাকথিত ডবল ইঞ্জিনের ধাক্কায় কীভাবে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে নির্বিচারে অরাজকতা চলছে, তা নিয়ে সামাজিক মাধ্যমে ফের সরব হল তৃণমূল কংগ্রেস। উত্তরপ্রদেশ ও মণিপুর (Uttar Pradesh- Manipur), এই দুই বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ সামনে রেখে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে তীব্র সমালোচনা করেছে দল।
উত্তরপ্রদেশের (Uttar Pradesh- Manipur) প্রসঙ্গ তুলে তৃণমূলের তোপ, যোগী আদিত্যনাথের শাসনে এই বিজেপি রাজ্য দেশের ‘রেপ ক্যাপিটাল’ হয়ে উঠেছে। ধর্ষণের মতো জঘন্য ঘটনা রাজ্যের নানা প্রান্তে রোজই ঘটছে। ধর্ষণের পর খুনের ঘটনা জলভাত হয়ে গিয়েছে যোগীরাজ্যে। এ ধরনের ঘটনার পর অপরাধীদের বাঁচাতে ও প্রমাণ লোপাট করতে নিষ্ক্রিয় থাকছে পুলিশ-প্রশাসন। কোনও ঘটনায় বেশি হইচই হলে প্রশাসন মুখরক্ষায় মাঠে নামে। যোগীর জঙ্গলরাজে এটাই উত্তরপ্রদেশের ছবি। গত ২১ আগস্ট ইটাতে স্কুল থেকে ফেরার সময় ১৪ বছরের এক নাবালিকাকে অপহরণ, ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ। যৌন হেনস্থার পর ওই নাবালিকার মৃতদেহ পার্শ্ববর্তী একটি মাঠে পুঁতে দেওয়া হয়। পরবর্তীতে হত্যার এফআইআর নথিভুক্ত করা হলেও এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা করে বলা হয়েছে, এমন ভয়াবহ অপরাধের পরও নিষ্ক্রিয় থাকা প্রশাসনের দৈনতা প্রকাশ করে। যারা ‘যোগী মডেল’ অনুসরণ করার কথা বলে তারা এখন এ-নিয়ে নীরব কেন, প্রশ্ন তুলেছে দল। বলা হয়েছে, বিজেপি জমানায় দেশ ক্ষমার অযোগ্য ট্র্যাজেডির মধ্য দিয়ে যাচ্ছে।
উত্তরপ্রদেশের পাশাপাশি মণিপুর ইস্যুতে কেন্দ্রের ধারাবাহিক মৌনতা নিয়েও ক্ষোভ জানানো হয়েছে। দলের কটাক্ষ, মণিপুরের আগুন নেভাতে ব্যর্থ প্রধানমন্ত্রী বিদেশ সফরে ব্যস্ত! সামাজিক মাধ্যমে এ-বিষয়ে বিজেপিকে কটাক্ষ করে লেখা হয়েছে, কীভাবে মণিপুরকে অবজ্ঞা করতে হয় এবং বিদেশ সফর উপভোগ করতে হয় তা বোঝাবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তামিলনাড়ুর ট্রেনে, মৃত একাধিক