বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে আসে না মানবাধিকার কমিশন! প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল

Must read

বিদ্যুৎ-আলো বন্ধ। চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশে বাস করতে বাধ্য হচ্ছে শতাধিক শিশু। তাও দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে যাওয়ার সময় হয়নি জাতীয় মানবাধিকার কমিশনের। মঙ্গলবার, ধর্নাস্থল থেকে তীব্র আক্রমণ করল তৃণমূল। জয় হিন্দ কলোনিতে সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত একদিনের প্রতীকী ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা। সেখান থেকেই বাংলাভাষীদের উপর এই নিপীড়নের তীব্র প্রতিবাদ করেন তাঁরা। ২৪ ঘণ্টার প্রতিবাদ কর্মসূচিতে প্রথম থেকে ছিলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার (Rajya Sabha) চার সাংসদ – সাগরিকা ঘোষ (Sagarika Ghose), সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy), দোলা সেন (Dola Sen) এবং সাকেত গোখলে (Saket Gokhale)। মঙ্গলবার, সকাল ৬:৩০ থেকে যোগ দেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)।

আরও পড়ুন- সকল বাধা ছিন্ন করে জাগব… শহিদ স্মরণে একুশে জুলাই! সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট মুখ্যমন্ত্রীর

বিজেপিশাসিত ওড়িশা, দিল্লি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে। বাংলা বললেই অত্যাচারিত হতে হচ্ছে। দিল্লির জয় হিন্দ কলোনির বাঙালিদের বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এই নিয়ে এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বিরোধী বিজেপি (BJP) রাজধানী দিল্লিতে বসন্ত কুঞ্জের জয়হিন্দ কলোনির (Jaihand Colony) বাঙালিদের ন্যূনতম নাগরিক পরিষেবা বন্ধ করে দিয়েছে। বাঙালি বাসিন্দাদের কার্যত ‘শায়েস্তা’ করতে রেখা শর্মার (Rekha Sharma) প্রশাসন বন্ধ করেছে জল-বিদ্যুৎ। উচ্ছেদের হুমকিও দেওয়া হয়। এই পরিস্থিতি রবিবার বাঙালি পরিবারগুলির সঙ্গে দেখা করে তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল। সোমবার থেকে একদিনের প্রতীকী ধর্না দেন।

দিল্লির অভিজাত এলাকা বসন্তকুঞ্জ (Vasant Kunj) এবং শহরের প্রান্তিক গ্রাম মাসুদপুরের মাঝামাঝি অবস্থিত জয় হিন্দ কলোনি। এখানে প্রায় পাঁচ হাজার মানুষের বাস। যাঁদের অধিকাংশই বাংলার কোচবিহার (Cooch Behar) জেলার বাসিন্দা। আছেন কমপক্ষে ১০০-১৫০ শিশু। জল-বিদ্যুৎ বন্ধ করে দেওয়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রয়েছে তারা। এই ধরণের সরকারি পদক্ষেপ মানবিকতার পরিপন্থী এবং নাগরিক অধিকারের লঙ্ঘন বলে অভিযোগ তৃণমূলের। সাংসদকের অভিযোগ, এখানে মানবাধিকার লঙ্ঘিত হলেও জাতীয় মানবাধিকার সংগঠন আসে না। বিজেপিশাসিত ডবল ইঞ্জিন সরকারের বাংলা তথা বাঙালির বিরুদ্ধে প্রতিহিংসামূলক অভিযোগে তীব্র প্রতিবাদ তৃণমূলের।

Latest article