বাংলায় লোকদেখানো ভক্তি, অসমের কালী মন্দির ভাঙার নির্দেশ বিজেপির! নিন্দা তৃণমূলের

Must read

বিজেপির ভক্তিটা যে অভিনয় তা পদে পদে প্রমাণিত। বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে। লোক দেখাতে বাংলায় রাম ছেড়ে দুর্গা-কালী নিয়ে রাজনীতি করেছেন মোদি। এদিকে বিজেপির ডবল ইঞ্জিন ধুবুরীতে শতাব্দীপ্রাচীন কালী মন্দির (Kali Temple- TMC) ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিজেপির মা কালীর প্রতি ভক্তি! ছিঃ।

আরও পড়ুন- অসমে বাঙালি বিদ্বেষ মাত্রা ছাড়িয়েছে, প্রতিরোধের বার্তা মুখ্যমন্ত্রীর

এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস (Kali Temple- TMC)। জানিয়েছে,”বিজেপির কাছে ভক্তিটাও একটা ‘অভিনয়’! রাজনৈতিক সভায় মা কালীর ছবি ঝুলিয়ে রাখে। প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্রে বড় বড় করে লেখে ‘জয় মা কালী’, আর মঞ্চে মোদীজির মুখে মা কালী নিয়ে লোকদেখানো ভক্তি!
আর এই বিজেপি সরকারই অসমের ধুবুরীতে শতাব্দীপ্রাচীন কালী মন্দির ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। এদিকে, দেশের ‘প্রচার মন্ত্রী’র অনুষ্ঠানের চিঠিতে ‘মা দুর্গা’-র বানানটাও ভুল! এদের থেকে আর কীই বা আশা করা যায়?
এটাই হল বিজেপির দ্বিচারিতা—এরা আমাদের দেবীকে ভক্তি করে না, শুধু রাজনৈতিক ফায়দা তুলতে ব্যবহার করে।”

Latest article