প্রতিবেদন: জঙ্গিদের গ্রেফতার করে বিচার নয়, পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলাকে বিজেপি হাতিয়ার করছে সংখ্যালঘুদের বিরুদ্ধে। ঠিক যে উদ্দেশ্যে নয়া ওয়াকফ আইন এবং সিএএ নিয়ে এসেছিল মোদি সরকার। সংখ্যালঘুদের বিরুদ্ধে উসকানি দিয়ে দেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চেয়েছিল। সোমবার এই ভাষাতেই নরেন্দ্র মোদি এবং তাঁর দল বিজেপিকে এক হাত নিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সদস্য সাকেত গোখেল। তীব্র আক্রমণ করেছেন মোদি-শাহকে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে মোদি-শাহর দ্বিচারিতাও। তাঁর কটাক্ষ, অমিত শাহ বলেছিলেন, পাকিস্তানি হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং পার্সিদের তিনি সুরক্ষা দিচ্ছেন। কিন্তু বাস্তবে তাঁদের হয় পাকিস্তানে ফেরত পাঠানো হবে, না হলে ভরে দেওয়া হবে জেলে। ২০১৪ সালের পরে গত ১১ বছরে পাকিস্তান থেকে ভারতে আসা সংখ্যালঘুদের এখন ভিসা বাতিল করে ফিরিয়ে দেওয়া হবে পাকিস্তানেই। অথচ মোদির সরকার দাবি করেছিল, প্রতিবেশী দেশগুলিতে নির্যাতিত সংখ্যালঘুদের এদেশে নাগরিকত্ব দেওয়ার জন্যই সিএএ। কিন্তু বাস্তব বলছে সম্পূর্ণ অন্য কথা। এই আইনে এখনও পর্যন্ত নাগরিকত্ব দেওয়া হয়েছে মাত্র ৩৫০ জনকে। অর্থাৎ এটা স্পষ্ট পহেলগাঁওয়ের নৃশংস সন্ত্রাসবাদী হামলার ঘটনাকে সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করে বিভেদের বিষ ছড়িয়ে বিজেপি।
আরও পড়ুন-উত্তেজনা বাড়ানো ঠিক হবে না, সম্পর্কে স্থিতি ফেরাতে হবে