প্রতিবেদন : ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের প্রতিবাদ-মঞ্চে এবার বাংলা-বিদ্বেষী বিজেপির বিরুদ্ধে গর্জে উঠল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) এসসি-এসটি-ওবিসি সংগঠন। বিজেপি যেভাবে বাংলা ভাষা ও বাঙালিদের উপর সারা দেশে অত্যাচার করছে, তার তীব্র নিন্দা করে বাংলা-বিরোধী বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূলের তফসিলি জাতি-উপজাতি সংগঠনের নেতৃত্ব। রাজ্যের মন্ত্রী তথা এসটি সেলের সভানেত্রী বীরবাহা হাঁসদার নেতৃত্বে সভাস্থলে দূরদূরান্তের জেলা থেকে এসে ভিড় জমালেন তফসিলি জাতি-উপজাতি সংগঠনের কর্মী-সমর্থকেরা। বক্তব্য রাখলেন সাংসদ প্রতিমা মণ্ডল, দেবাশিস কুমার-সহ আরও অনেকে। ছিলেন সাংসদ প্রকাশ চিক বড়াইক, মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, সন্ধ্যারানি টুডু, বৈশ্বানর চট্টোপাধ্যায় প্রমুখ। মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, প্রত্যেকটা বিজেপি-রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার চলছে। কারণ, বিজেপি বাংলা ও বাঙালিকে সহ্য করতে পারে না। ওরা ভাল করেই জানে, বাংলার মানুষ বিজেপির মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না। বিজেপির নেতারা যখন দেখছে, মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টলানো যাচ্ছে না, বাংলায় তৃণমূল কংগ্রেসকে হারানো যাচ্ছে না; তখন বাংলার শ্রমিকদের উপর অত্যাচার চালাচ্ছে। বাংলাতেও তো অন্য রাজ্য থেকে লক্ষ-কোটি শ্রমিক কাজের জন্য আসেন। কই তাঁদের উপর তো এখানে কোনওরকম আক্রমণ হয় না! কারণ, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এখানে সব ধর্মের মানুষ জাতপাত ভুলে একসঙ্গে থাকি। আমাদের একটাই ধর্ম, মানবধর্ম।
আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই বাংলার অর্থনীতি চাঙ্গা, ঝাড়গ্রামে কর্মিসভায় চন্দ্রিমা
আবার বাংলা ভাষাকে ‘পররাষ্ট্র’ ভাষা হিসেবে দেগে দিয়ে বিজেপি যে মূর্খামির পরিচয় দিয়েছে, তা নিয়ে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিধায়ক দেবাশিস কুমার। তাঁর বক্তব্য, বাংলা ভাষার জন্ম এক হাজার বছর আগে। আর মূর্খের দল বলছে নাকি, বাংলা বলে কোনও ভাষা নেই! কারা বলছে? ভারতীয় জনতা পার্টির কিছু নেতা। এই দলটা যে জনসঙ্ঘ থেকে তৈরি হয়েছে, সেই জনসঙ্ঘের অন্যতম প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মাস্টার ডিগ্রি করেছিলেন বাংলা ভাষা নিয়ে! যিনি দলটাকে জন্ম দিয়েছেন, তিনি কোন ভাষায় পড়াশোনা করেছেন; মূর্খের দল সেটাও জানে না। এই ভাষার জন্য গোটা একটা দেশের জন্ম, এই ভাষার জন্য সারা পৃথিবীর মানুষ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। আর সেই ভাষাকে এরা বলছে কোনও ভাষাই নয়! আসলে এরা বাংলাকে ভয় পায়! অন্যদিকে, জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল বলেন, ভারতীয় জনতা পার্টি ধর্ম নিয়ে রাজনীতি করে। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ভিত্তিতে রাজনীতি করেন। সেই রাজনীতির ময়দানে তৃণমূলকে কাবু করে বাংলাকে বাগে আনতে পারছে না বিজেপি। তাই বাংলা থেকে পেটের টানে বিজেপি রাজ্যে যাওয়া শ্রমিকদের উপর অত্যাচার করছে। ২০২৬ সালের নির্বাচনে এই অত্যাচারের জবাব দেবে মানুষ।