প্রতিবেদন : দিঘায় প্রভু জগন্নাথধামের (Digha Jagannath Temple) উদ্বোধনকে কেন্দ্র করে সিপিএম মিথ্যাচার ও কুৎসার রাজনীতি শুরু করল। সিপিএমের মুখপাত্র গণশক্তিতে অপপ্রচারের বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সিপিএম দিঘায় জগন্নাথধাম উদ্বোধনকে কেন্দ্র করে জঘন্য রাজনীতি করছে। আসলে ওরা সহ্য করতে পারছে না। সিপিএম বিষ প্রচার করছে। মিথ্যা প্রচার করছে।
সিপিএমের মিথ্যা প্রচার— এক, দিঘায় (Digha Jagannath Temple) নাকি মুসলিমদের রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না। নতুন এক কুৎসা। মুসলিমরা নাকি রাস্তাঘাটে নেই। সিপিএমের মিথ্যা প্রচার— দুই, জোর করে নিরামিষ চাপিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ আমিষ নিষিদ্ধ। এই দুই অপপ্রচার নিয়ে তৃণমূলের স্পষ্ট জবাব, মুসলিম কেন, কোনও ধর্মের উপর কোনওরকম নিষেধাজ্ঞা দিঘাতে নেই। দিঘায় মুসলিম পর্যটক যাঁরা এসেছেন, তাঁরা ঘুরছেন। কুণাল বলেন, এই তো খেজুরির যুব নেতা জালাল সদলবলে রাস্তায়। আমরা একসাথে চা খেলাম। এখানে কোথাও কোনও নিষেধাজ্ঞা নেই। মন্দিরের সামনে উল্টোদিকে ঝাউবনের ধার ধরে যে ফুটপাত ওইখানে কিছু মুসলিম মহিলা হাত নাড়ছেন। ফলে এই কুৎসিত প্রচার কেন সিপিএম করছে? দুই, প্রভু জগন্নাথদেব আজ জগন্নাথধামে পদার্পণ করছেন। কিছু হোটেল এবং কোনও কোনও সংগঠন আবেদন রেখেছেন, প্রভু জগন্নাথদেব আসছেন। যদি আজকের দিনটা নিরামিষ রাখা যায়। এটা একটা আবেদন। যাঁরা আমিষ খেতে চান, তাঁদের উপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না। আমি নিজে ব্রেকফাস্ট করেছি আমিষ। দিঘায় বসে আমি এবং আমার মতো বহু লোক আমিষ খেয়েছেন। অনেকে নিরামিষ খাচ্ছেন। হোটেল অ্যাসোসিয়েশন, কোনও সংগঠন যদি একটা আবেদন করে থাকেন, তাঁরা তো জোর করে চাপিয়ে দিচ্ছেন না, কারও খাবার বন্ধ করে দিচ্ছেন না। সিপিএম ও গণশক্তি ডাহা মিথ্যা প্রচার চালাচ্ছে, এই প্রচারে কান দেবেন না। কটাক্ষের সুরে কুণাল আরও বলেন, এই সিপিএম এমনি এমনি যায়নি। এ ধরনের অপপ্রচার, কুৎসা, অপকীর্তি করেই সিপিএম শেষ। এখন গায়ের জ্বালায় জ্বলছে, বিষ ছড়াচ্ছে।
আরও পড়ুন- ICSE ও ISC- তে এগিয়ে মেয়েরা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর