প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজ্যপালের কুকথার তীব্র প্রতিবাদ করল তৃণমূল কংগ্রেস (TMC)। সাংবিধানিক পদে থেকে কীভাবে একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে এভাবে কথা বলা যায় তা নিয়ে প্রশ্ন তুলেছে দল। রাজ্যপাল তাঁর সীমা লঙ্ঘন করছেন। দলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ এবিষয়ে বলেন, মুখ্যমন্ত্রী তাঁর সাংবিধানিক কর্তব্য একদিকে রাখেন, অন্যদিকে রাজ্যপালের সঙ্গে দুরত্ব রাখাটা মুখ্যমন্ত্রী নিজেই করেন।১৫ অগাস্ট সৌজন্য বজায় রেখে রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যপালের কাছে না বসে খোলা বারান্দায় বসেছিলেন। রাজ্যপালকে আসতে হয়েছিল তাঁর সঙ্গে কথা বলতে। মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যপালের সঙ্গে দুরত্ব বজায় রেখেছেন। রাজ্যপালের বিরুদ্ধে যে সব ভয়ঙ্কর অভিযোগ আছে, যেগুলি তিনি সাংবিধানিক রক্ষাকবচ নিয়ে এড়িয়ে থাকেন। রাজ্যপালকেই তো সামাজিক বয়কট করা উচিত।