লাইনে দাঁড় করিয়ে মানুষ মারছে মোদির বিজেপি, তোপ সিঙ্গুরে

Must read

সংবাদদাতা, সিঙ্গুর: এই সরকার লাইনে দাঁড় করিয়ে মানুষকে হেনস্থা করছে, মারছে। বাংলার মাটিতে এদের কোনও জায়গা নেই। এদের সব মিথ্যে, এদের মিথ্যে কথায় ভুলবেন না। রবিবার মোদির সভার ২৪ ঘণ্টা আগে সিঙ্গুর ও আশপাশের এলাকার মানুষকে সতর্ক করে দিল তৃণমূল কংগ্রেস। মোদির সভার আগের দিন শুক্রবার সিঙ্গুরে এক বিশাল জনসভা করে তৃণমূল। সেই সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেতৃত্ব। এদিনের সভায় উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী, বেচারাম মান্না, করবী মান্না ও তৃণমূলের হুগলি জেলার নেতৃবৃন্দ। এদিন সভার শুরুতেই বিজেপিকে আক্রমণ করে বিধায়ক ডাঃ করবী মান্না বলেন, মিথ্যের ঝুলি নিয়ে তিনি ফের আসছেন আগামী কাল। আবার সকলকে লাইনে আবার দাঁড় করিয়ে দেবেন। এর আগে বছরে ২ কোটি চাকরি, মেয়েদের জন্য অনেক কিছুর ঘোষণা করে গিয়েছিলেন। কোথায় গেল সেসব? ২০১৯ সাল থেকে মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে শিখিয়েছেন। লাইনে দাঁড় করিয়ে মানুষকে মারছেন।
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, বাংলার সংস্কৃতি একসময় ভারতবর্ষকে পথ দেখিয়েছে। নেতাজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথের সংস্কৃতি আজও বাংলার বুকে বয়ে নিয়ে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কাছ থেকে আমাদের সংস্কৃতি শিখতে হবে নাকি?

আরও পড়ুন- নন্দীগ্রাম-ইলামবাজারে বিএলওদের গণইস্তফা

Latest article