গর্জে উঠল কোচবিহার, তদন্তে গতি চেয়ে মহামিছিল তৃণমূলের

Must read

সংবাদদাতা, কোচবিহার : আরজি করের (R G Kar) ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের সুবিচারের দাবিতে গর্জে উঠল কোচবিহার। শনিবার তৃণমূলের নেতৃত্বে প্রতিবাদ সভা রূপ নিল জনসমুদ্রে। ঘটনার তদন্তে সিবিআইয়ের বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল। দাবি উঠল, ডাক্তারি পড়ুয়ার হত্যাকারীদের অবিলম্বে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এদিন কোচবিহার রাসমেলা ময়দানে জমায়েতের পর মিছিল শুরু হয়। এদিন মিছিলে মহিলা কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জেলার সমস্ত বিধানসভা থেকে হাজার হাজার কর্মী এসে কোচবিহার শহরে জমায়েত করেন। এরপর সাগরদিঘি পাড় হয়ে মিছিল শহর ঘুরে আসে রাসমেলা ময়দানে। সেখানেই হয় প্রতিবাদ সভা। ১১ দিন কেটে গিয়েছে। আরজি কর-কাণ্ডে (R G Kar) সিবিআই কাউকে গ্রেফতার করতে পারেনি। কলকাতা পুলিশের গ্রেফতার করা সঞ্জয় রাই একমাত্র ধৃত। দোষীর ফাঁসি চেয়ে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চরমতম ব্যবস্থা মৃত্যুদণ্ড চেয়েছেন। তৃণমূল চায় যথাযথ তদন্ত করে কঠিনতম শাস্তি। এবার সেই দাবিতেই মহামিছিল থেকে গর্জে উঠল কোচবিহার।

আরও পড়ুন- টানা কর্মবিরতির জেরে অব্যাহত রোগী-ভোগান্তি

Latest article