প্রতিবেদন : আর মাত্র একদিন। জনগর্জন তুলবে বাংলা। ব্রিগেড (TMC- Brigade) থেকে সেই আওয়াজ পৌঁছে যাবে দিল্লির দরবার পর্যন্ত। প্রস্তুতি প্রায় সারা। এবার একেবারে অন্য ব্রিগেডকে দেখা যাবে। নতুন রূপে অবতীর্ণ হতে চলেছে তৃণমূলের ব্রিগেড সমাবেশ। যা এতদিন দেখেনি বাংলা, এবার সেই ছবিই দেখবে। উত্তেজনার পারদও চড়ছে তৃণমূলের ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে।
এবার তৃণমূলের ব্রিগেড সেজে উঠছে জোড়া ফুলের আদলে। থাকছে তিনটি মঞ্চ। ভিক্টোরিয়ার দিকে থাকছে একটি মঞ্চ। সেই মূল মঞ্চের সমান্তরালে থাকছে আরও দুটি মঞ্চ। মঞ্চ লাগোয়া তৈরি হয়েছে বিশাল র্যাম্প। র্যাম্পটিই তৈরি হয়েছে জোড়াফুলের আদলে। শুক্রবার সেই মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি কলকাতা পুলিশের ফুল টিম নিয়ে খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন। কোথাও যাতে খামতি না থাকে, সবদিকে তীক্ষ্ণ নজর। এবার জোড়াফুলের আদলে ৩০০ ফুট লম্বা র্যাম্প ধরে সোজা জনতার মাঝে চলে আসবেন বক্তারা। জনসংযোগকে আরও নিবিড় করতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। তৃণমূল সোশ্যাল মিডিয়ায় আহ্বান জানিয়েছে, আমাদের সঙ্গে যোগ দিন। এমন এক ধরনের অভিজ্ঞতা লাভ করুন, যা আগে কখনও দেখেননি। এই সমাবেশে এসে আগের থেকে আরও জোরে গর্জন করুন। ইতিমধ্যেই ব্রিগেডমুখী হয়েছেন জনতা।
আরও পড়ুন- আমার কন্যা লক্ষ্মী হয়ে সংসারের হাল ধরে
ব্রিগেডে (TMC- Brigade) এবার দেখা যাবে অভূতপূর্ব দৃশ্য। সেই বিশালতার সাক্ষী থাকতে জনগর্জন সভায় আসার জন্য আগে থেকেই উত্তেজনার পারদ চড়ছে। ভিডিও পোস্ট করে তৃণমূল প্রচারে ঝড় তুলেছে। সেই ভিডিও-য় দেখা যাচ্ছে কলকাতা ব্রিগেডমুখী। এবার জনগর্জনের ব্রিগেড পূর্বের সব রেকর্ড ভেঙে দেবে, স্থির বিশ্বাস তৃণমূলের। সেইমতোই প্রস্তুতি প্রায় সারা। ইতিমধ্যেই প্রস্তুতি ঘুরে দেখে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি গীতাঞ্জলি স্টেডিয়ামেও কর্মী-সমর্থকদের থাকার জায়গা পরিদর্শন করেন। এবার ব্রিগেডে জনগর্জনের ডাক দেওয়া হয়েছে বাংলাকে বঞ্চনার প্রতিবাদে। সেইমতো ব্রিগেড থেকে নিজেদের অধিকারের দাবিতে গর্জে উঠবে বাংলা। দেশ থেকে অত্যাচারী বিজেপিকে হটানোর ডাক দেবে জনতা। নেতৃত্বে থাকবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেকর্ড জমায়েতের লক্ষ্যে তৈরি ব্রিগেড। তিনটি মঞ্চ মিলিয়ে থাকবেন প্রায় ৬০০ নেতা-নেত্রী। র্যাম্প-সহযোগে মঞ্চ এমনভাবেই তৈরি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়— সকলকেই কাছ থেকে দেখতে পাবেন ব্রিগেডের জনতা। শুধু বাংলা নয়, এবার ভিন রাজ্য থেকেও আসছেন তৃণমূলের নেতা-নেত্রীরা। জেলা থেকে আসতে শুরু করেছেন নেতা-কর্মী-সমর্থকেরা। সব মিলিয়ে জনগর্জন সভাকে নিয়ে এবার উন্মাদনা পৌঁছে গিয়েছে চূড়ান্ত পর্যায়ে। ইকো পার্কে গিয়ে ব্যবস্থানা খতিয়ে দেখেন দলের সর্বভারতীয় সাধারম সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। সুবিধা-অসুবিধা খতিয়ে দেখেন। প্রয়োজনীয় নির্দেশ দেন। অভিষেকের সঙ্গে ছিলেন মন্ত্রী সুজিত বসু, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী-সহ দলের অন্যান্য নেতৃত্ব।