সংবাদদাতা, সাগরদিঘি : বামফ্রন্ট, বিজেপি এবং কংগ্রেস এখনও সাগরদিঘি (Sagardighi By poll) বিধানসভার উপনির্বাচনে দলের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। সবার আগে প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল কংগ্রেস প্রথমেই লড়াইয়ে চমক দিয়েছে। এবার দলীয় কর্মীদের সংঘবদ্ধ করার বার্তা দিয়ে বুধবার সাগরদিঘিতে (Sagardighi By poll) অনুষ্ঠিত হল প্রথম নির্বাচনী কর্মী-সম্মেলনও। এই সম্মেলন থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরুর বার্তা দেওয়া হয়। সাগরদিঘির ১১টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত পদাধিকারী এবং পঞ্চায়েত সমিতির ৩৩ সদস্য-সহ যুব ও অন্যান্য শাখা সংগঠনগুলোর সদস্যদের নিয়ে হয় কর্মী-বৈঠক। বৈঠকে ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান, চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডল-সহ দলের প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, গত বছর ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সাগরদিঘির তিনবারের বিধায়ক তথা উদ্যানপালন দফতরের রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা। ২৭ ফেব্রুয়ারি এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ২ মার্চ ভোটগণনা। আসনটি দখলে রাখতে উপনির্বাচনের প্রার্থী ঘোষণার পরই দেওয়াল লিখন শুরুর পাশাপাশি কর্মী-ঠকের মাধ্যমে দ্রুত তৃণমূল স্তরের মানুষের কাছে পৌঁছতে চাইছে দল। সিদ্ধান্ত হয়েছে, সাগরদিঘিতে এই মুহূর্তে পূর্ণাঙ্গ ব্লক কমিটি না থাকায় উপনির্বাচনের কাজ পরিচালনার জন্য কাল, বৃহস্পতিবারই নির্বাচনী কমিটি ঘোষণা করা হবে। আপাতত ঠিক হয়েছে, কমিটির সদস্যরা প্রচারের কাজ দেখবেন। পাশাপাশি ৪ ফেব্রুয়ারির মধ্যে ব্লকের সব জায়গাতে তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। ৪ ফেব্রুয়ারি সাগরদিঘি ময়দানে ফের একটি কর্মিসভা ডাকা হয়েছে। বুধবারের কর্মিসভায় সাংসদ খলিলুর রহমান বলেন, ‘আমাদের একটাই লক্ষ্য, তা হল উন্নয়ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বপ্নপূরণে দলের প্রার্থীকে জেতাতে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের জয় নিশ্চিত।’
আরও পড়ুন: রাজ্যে পালিত জাতীয় ভোটার দিবস, শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…