মাদারিহাট থেকে মেদিনীপুর প্রার্থীদের ঘিরে জনজোয়ার

Must read

প্রতিবেদন : প্রচারপর্বের আর মাত্র তিনটি দিন বাকি। আগামী ১৩ নভেম্বর ৬টি কেন্দ্রে উপনির্বাচন (By Election)। এই মুহূর্তে তুঙ্গে রয়েছে প্রচার। উত্তরের সিতাই, মাদারিহাট, দক্ষিণের মেদিনীপুর, বাঁকুড়ার তালডাংরা, উত্তর ২৪ পরগনার নৈহাটি এবং হাড়োয়ায় দলীয় প্রার্থীরা নির্বাচন ঘোষণার পরদিন থেকেই প্রচারে ঝড় তুলে দিয়েছেন। এই প্রচার পর্বেই কার্যত কয়েক যোজন পিছনে পড়ে গিয়েছে বিরোধীরা। এর সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকারের উন্নয়ন। কোচবিহার থেকে কাকদ্বীপ— বাংলার সর্বস্তরের মানুষের জন্য যে উন্নয়ন ও মানবিকতার নজির রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে হাতিয়ার করেই তৃণমূলের প্রার্থীরা মানুষের দরজায় যাচ্ছেন আশীর্বাদ চাইতে। বিপুল ছাড়াও পাচ্ছেন দলীয় প্রার্থীরা। বিরোধীদের যাবতীয় কুৎসা অপপ্রচার উড়িয়ে দিয়ে নির্বাচনের ময়দানে মাটি কামড়ে পড়ে রয়েছেন দলীয় কর্মী-সমর্থকরা। এক ইঞ্চি জমিও বিরোধীদের ছাড়বে না তৃণমূল কংগ্রেস। বুধবার থেকে এখনও পর্যন্ত ছটপুজোর আবহাওয়া রয়েছে। সেই সঙ্গে একাধিক জায়গায় শুরু হয়েছে জগদ্ধাত্রী আরাধনার প্রস্তুতি। দুর্গাপুজো, কালীপুজো, ভ্রাতৃদ্বিতীয়ার মতো একাধিক উৎসবের মরশুমেও প্রচার ও জনসংযোগের কাজ চালিয়ে গিয়েছেন প্রার্থীরা। যদিও এমনিতেই সারা বছর মানুষের পাশে থেকে তাঁদের সুখ-দুঃখের ভাগীদার হন দলীয় কর্মী-সমর্থকরা। ফলে আলাদা করে বিজেপি বা অন্য দলের প্রার্থীদের মতো পরিযায়ী তকমা তাদের গায়ে লাগে না। এখানেই অ্যাডভান্টেজ তৃণমূলের। সঙ্গে রয়েছে শক্তিশালী সংগঠন। সব মিলিয়ে উত্তর থেকে দক্ষিণ ছ’টি কেন্দ্রের উপনির্বাচনে (By Election) দলীয় প্রার্থীদের বিশাল জয় শুধু সময়ের অপেক্ষা।
শুক্রবারও মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বীরপাড়া দেবীনগরে প্রচার করছেন মাদারিহাট বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো। তাঁর সঙ্গে ছিলেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর।
সিতাইয়ের পেটলা অঞ্চলে তৃণমূল কংগেসের নির্বাচনী কর্মিসভা করলেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়৷ সিতাই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত জেনেও হাত গুটিয়ে বসে নেই নেতৃত্ব৷ জোরকদমে চলছে সিতাই কেন্দ্র জুড়ে প্রচার৷ সঙ্গীতা রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিতাইয়ের জন্য দু’হাত উজাড় করে উন্নয়ন করেছেন৷ তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসের হাত আরও শক্ত করতে হবে।
সঙ্গীতা রায়ের সমর্থনে চামটা অঞ্চলের উত্তর পানিখাওয়া এলাকায় নির্বাচনী জনসংযোগ করেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। চামটা অঞ্চলের উত্তর পানিখাওয়া এলাকায় নির্বাচনী জনসংযোগ করেন কোচবিহারের সাংসদ। এছাড়াও চামটা অঞ্চলের দক্ষিণ পানিখাওয়া এলাকায় নির্বাচনী জনসংযোগ করেন কোচবিহারের সাংসদ। দক্ষিণ পানিখাওয়া বুথে সভা হয় তৃণমূল কংগ্রেসের৷ চামটা অঞ্চলের অন্তর্গত পদ্মমারি বাগিচাবাড়ি রাধাগোবিন্দ মন্দিরে পুজো এবং ভাগবত পাঠ ও জনসংযোগ করেছেন সাংসদ। মেদিনীপুরের প্রার্থী সুজয় হাজরাও নিজের মতো করে ছটপুজোর দু’দিন মানুষের পাশে থেকেছেন। ঘাটগুলিতে গিয়ে তাঁদের সুবিধা-অসুবিধা দেখেছেন।

আরও পড়ুন-এবার যোগীরাজ্যে নয়া ফরমান মহিলাদের জন্য পুরুষ দর্জি নয়

Latest article