আগরতলা : ত্রিপুরায় পৌঁছেই মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে তুলোধোনা করলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ এদিন আগরতলায় ত্রিপুরার তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিককে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন ঋতব্রত৷ সেখানে তিনি বলেন, কারা গরু পাচারকারী, আর কারা নয়––তা ঠিক করার এক্তিয়ার দেশের আইন–আদালত ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে দেয়নি৷ প্রসঙ্গত, দু’দিন আগে ফেসবুকে তৃণমূল কংগ্রেসকে গরু পাচারকারী দল বলেছিলেন বিপ্লব দেব৷ সঙ্গে হুমকি দিয়েছিলেন, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসে যাঁরা যোগ দিচ্ছেন তাঁদের গ্রেফতার করা হবে৷
আরও পড়ুন- নতুন তালিবান সরকার ঘোষণা
এই প্রেক্ষিতে এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ত্রিপুরার দুয়ারে দানব সরকার চলছে৷ ২০২৩–এ তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হওয়ার পর বাংলার মতোই এখানে দুয়ারে সরকার কর্মসূচি হবে৷ বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার কাকে বলে সোমবার দিল্লিতে তা দেখা গেছে৷ আমাদের ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ত্রিপুরায় এসে সাংগঠনিক কাজ করছি৷
আরও পড়ুন- দেশ বেচছেন মোদি, বাংলা গড়ছেন মমতা
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে যে কথা বলে গেছেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ রাজ্যের সবক’টি জেলার সব বুথে তৃণমূল কংগ্রেস বুথ কমিটি তৈরি করবে৷ সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি৷ এবং তা করবও৷ আসলে বিজেপি বুঝতে পারছে, তাদের পায়ের তলার মাটি সরছে৷ তাই গ্রেফতারের হুমকি দিচ্ছে, রক্তচক্ষু দেখাচ্ছে, গাড়ি ভাঙছে, আমাদের নেতা–কর্মীদের উপর হামলা করছে৷ এ সব করে তৃণমূল কংগ্রেসকে রোখা যায়নি, যাবেও না৷ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরিসংখ্যান দিয়ে বলেন, কীভাবে মোদি সরকার সব বেচে দিচ্ছে৷ আর বিপ্লব দেবরা ত্রিপুরায় তাঁর এজেন্ট হিসেবে কাজ করছেন৷