বগটুইয়ে পড়ুয়াদের জন্য কোচিং ক্লাস তৃণমূলের

Must read

দেবর্ষি মজুমদার, রামপুরহাট : রামপুরহাট এক ব্লক তৃণমূল (TMC) সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির উদ্যোগে বগটুই (Bagtui) গ্রামেই শুরু হল একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য কোচিং ক্লাস। বৃহস্পতিবার জনা কুড়ি পরীক্ষার্থী হাজির ছিলেন। শিক্ষক-শিক্ষিকা ছিলেন আটজন। পরে যোগদান করেন রামপুরহাট হাইস্কুল ফর গার্লসের প্রধানশিক্ষিকাও। বৃহস্পতিবার সকালে রামপুরহাট (Rampurhat) উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক নিখিলকুমার সিংহ ছাড়াও ছিলেন রামপুরহাট বালিকা বিদ্যালয়ের মল্লিকা হালদার, সমাপ্তি দত্ত, রামপুরহাট উচ্চ বিদ্যালয়ের মিরাজ খান, হেমন্ত কোনাই, স্বপনকুমার রায়, জেল এল বিদ্যাভবনের গৌতম চক্রবর্তী, মীর হোসেন এবং নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের মনোজ হালদার (Manoj Haldar)। এদিন গৌতম চক্রবর্তী ইতিহাস, মল্লিকা হালদার সংস্কৃত, মনোজ হালদার এডুকেশন, হেমন্ত কোনাই রাষ্ট্রবিজ্ঞান, মির হোসেন দর্শন পড়ান। পরীক্ষার্থী লীনা ও মনা খাতুনরা জানালেন, এখানে তাঁরা শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পাচ্ছেন।

আরও পড়ুন-শিক্ষানীতি গড়তে দশ সদস্যের কমিটি, কেন্দ্রের টোকা শিক্ষানীতি নয়

সৈয়দ সিরাজ জিম্মি জানান, এলাহি শেখের বাড়িতে প্রতিদিন চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের‍জন্য কোচিং ক্লাস। কয়েকটি বিষয়ের পরীক্ষা হয়ে গিয়েছে। মাঝে বেশ কিছুদিনের বিরতি আছে। এই গ্রামের (Bagtui) পড়ুয়াদের একটি বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে যেতে হয়েছে। তাই তাদের যাতে কোনও অসুবিধা না হয়, তা দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। আমরা দলের (TMC) তরফে সেটাই পালন করছি। এখানে ভাল শিক্ষক ও শিক্ষিকারা শেষ মুহূর্তে মূল্যবান পরামর্শ দিচ্ছেন। এতে পরীক্ষার্থীরা উপকৃত হবে।

Latest article