প্রধানমন্ত্রীর মিথ্যাচারের পাল্টা পাঁচ প্রশ্ন তৃণমূলের

ডেরেক ও’ব্রায়েন ৫টি প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ১. বাংলার জিডিপি ৫ লক্ষ থেকে বেড়ে ১৯ লক্ষতে গিয়ে দাঁড়িয়েছে।

Must read

বাংলায় প্রচারে এসে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ করলেও বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী তার নিজের বিরুদ্ধে একাধিক মিথ্যে প্রতিশ্রুতির কোনও উত্তর দিতে পারছেন না। এই অভিযোগে সরব হয়ে তৃণমূল কংগ্রেস এবার পাল্টা পাঁচ প্রশ্ন ছুড়ে দিল প্রধানমন্ত্রীর দিকে।

আরও পড়ুন-তৃণমূলের তারকা প্রচারক তালিকা

ডেরেক ও’ব্রায়েন ৫টি প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ১. বাংলার জিডিপি ৫ লক্ষ থেকে বেড়ে ১৯ লক্ষতে গিয়ে দাঁড়িয়েছে। সেখানে দেশের অর্থনীতি ও জি ডিপি খুব খারাপ অবস্থায় রয়েছে। ২. আপনি দুর্নীতিতে এক্সরে করার কথা বলছেন। অথচ আপনাদের ১০ জনের মধ্যে ৯ জন নেতাই দুর্নীতিগ্রস্ত। ৩. সন্দেশখালিতে অভিযুক্তকে ৬ বছরের জন্য তৃণমূল সাসপেন্ড করেছে। অথচ বিরোধী দলনেতা সেখানকার মহিলাদের দিয়ে জোর করে টাকা দিয়ে সাদা কাগজে সই গড়িয়ে ধর্ষণের মতো মিথ্যে গুরুতর অভিযোগ করিয়েছে। তার কোনও বিচার হয়নি এখনও পর্যন্ত। ৪. সিএএ নিয়ে তৃণমূল কংগ্রেস কখনই মিথ্যা কথা বলেনি, প্রতিবাদ করেছে। এই প্রচেষ্টা সকল শ্রেণীর মানুষের উপর আঘাত নিয়ে আসবে। নাগরিকত্বের এই টানা পড়েনে ৪০ লক্ষ মানুষ আতঙ্কে আছেন। বাঙালি হিন্দু গত কয়েক বছরে বেশ কিছু আত্মহত্যাও করেছে। ৫. আবাসের ঘর, জল-আলো-গ্যাস নিয়ে আপনাদের মিথ্যে প্রচারে মানুষ ফুটো হয়ে গিয়েছে। আপনারা শুধু আবাষের টাকা নয় তার সঙ্গে এই আনুষঙ্গিক বিষয়গুলির টাকাও আটকে দিয়েছেন। রাস্তার টাকা আটকেছেন। গ্যাস এবং জল-আলো নিয়ে মিথ্যে কথা বলছেন। রাজস্থান উত্তরপ্রদেশ ও অন্ধপ্রদেশের ৫ লক্ষ বাড়িতে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি। কী জবাব দেবেন প্রধানমন্ত্রী এই প্রশ্নগুলির?

Latest article