মণীশ কীর্তনিয়া : ২৯ নভেম্বর তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক বসতে চলেছে। কালীঘাটে নেত্রীর বাসভবনে হবে এই বৈঠক। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ছাড়াও ওয়ার্কিং কমিটির ২১ জন সদস্যকেই বৈঠকে উপস্থিত হতে বলা হয়েছে। সদ্য দলে যোগ দেওয়া হরিয়ানার নেতা অশোক তানওয়ারকেও বৈঠকে আসতে বলা হয়েছে। দলের বাকি নেতাদের সঙ্গে তাঁকে আলাপ-পরিচয় করানো হবে।
আরও পড়ুন : ভারত টেস্টে একটু এগিয়ে, মেনে নিলেন জেমিসন
২০২৪–এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে জাতীয় স্তরে সংগঠনকে শক্তিশালী করা ও সাংগঠনিক কাঠামোর বিস্তারই এখন দলের শীর্ষ নেতৃত্বের লক্ষ্য।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফরে কীর্তি আজাদ, পবন ভার্মা, অশোক তানওয়ারের মতো জাতীয় স্তরে পরিচিত মুখের তৃণমূল কংগ্রেসে যোগদান সেই বার্তাকে আরও জোরালো করেছে। একদিকে উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরা, অসম রয়েছে। অন্যদিকে আগামী বছরে গোয়ার বিধানসভার নির্বাচন রয়েছে। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট কংগ্রেসে নেতা লুইজিনহো ফালেরিও তৃণমূলে যোগদান করার পর তাঁকে রাজ্যসভায় পাঠিয়ে ইতিমধ্যেই গোয়াবাসীর পাশে থাকার বার্তা দিয়েছে দল। আন্তর্জাতিক টেনিস তারকা ও গোয়ার ভূমিপুত্র লিয়েন্ডার পেজও যোগ দিয়েছেন তৃণমূলে৷ সেখানে তিনি জনসংযোগে নেমে পড়েছেন৷ অন্যদিকে, কংগ্রেসের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকেও পাঠানো হয়েছে রাজ্যসভায়৷ সুস্মিতাকে সাংসদ করে বার্তা দেওয়া হয়েছে অসম, ত্রিপুরাতেও। উত্তরপ্রদেশের প্রবাদপ্রতিম কংগ্রেস নেতা কমলাপতি ত্রিপাঠির নাতি যোগ দিয়েছেন তৃণমূলে৷ আবার বিহার, হরিয়ানার পরিচিত নেতারা দলে যোগ দেওয়ায় সব মিলিয়ে জাতীয় স্তরেও তৃণমূল কংগ্রেসের বার্তা স্পষ্ট : বিজেপিকে হারানোই এখন দলের লক্ষ্য৷
২৯ নভেম্বর তৃণমূল ওয়ার্কিং কমিটির বৈঠকে একদিকে যেমন জাতীয় পর্যায়ে দলের অভিমুখ নিয়ে বলবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়, তেমনি সংসদের শীতকালীন অধিবেশনে দলীয় সাংসদদের ভূমিকা কী হতে চলেছে ঠিক করে দেওয়া হবে তাও। দীর্ঘ দিন বাদে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছেন দলনেত্রী। এবছর বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর এই বৈঠকেই হতে চলেছে তৃণমূলের জাতীয় অভিমুখ নির্ণয়ের গুরুত্বপূর্ণ আলোচনা৷
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…