মেঘালয় বিধানসভা উপনির্বাচনে সাধিয়ারানিকে প্রার্থী করল তৃণমূল

Must read

সামনেই মেঘালয় বিধানসভা উপনির্বাচন (Meghalaya By-Election)। এই রাজ্যে অন্যতম শক্তিশালী দল তৃণমূল কংগ্রেস। এবার বিধানসভা উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। ট্যুইট করে দলের তরফে জানানো হয়েছে, চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসন্ন মেঘালয় বিধানসভা উপনির্বাচনের (Meghalaya By-Election) প্রার্থী ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।

আরও পড়ুন-ধর্ষণে কঠিন শাস্তির দাবি: প্রথম চিঠির জবাব না মেলায় প্রধানমন্ত্রীকে দ্বিতীয় চিঠি মুখ্যমন্ত্রীর

মেঘালয়ের ৫৬-গামবেগ্রি কেন্দ্রে সাধিয়ারানি এম সাংমাকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। এই রাজ্যে এখন প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। বিরোধী দলনেতা ডঃ মুকুল সাংমা। ৬০ সদস্যের মেঘালয় বিধানসভায় তৃণমূলের ৫ বিধায়ক রয়েছেন। অনেক আগেই মেঘালয়ের রাজনীতিতে পা রেখেছিল ঘাসফুল শিবির। ২০২৩ সালের নির্বাচনে ভালো ফলও করেছে।

 

Latest article