বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হরিয়ানার খানাউরি সীমান্তে বিক্ষোভরত কৃষকদের পাশে তৃণমূলের পাঁচ সদস্যদের প্রতিনিধি দল। মোদি সরকারের কৃষক বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন চালাচ্ছেন হরিয়ানার কৃষকরা। এই লড়াইে তৃণমূল পাশে আছে- কৃষকদের পাশে দাঁড়িয়ে এই বার্তাই দিলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে, নাদিমুল হকরা।
আরও পড়ুন- মণিপুরে জ্বলছে আগুন! মুখ্যমন্ত্রীর কনভয়ে এবার জঙ্গি হামলা
এদিন মোদি সরকার কীভাবে তাঁদের উৎপীড়ন করছে- তৃণমূল প্রতিনিধিদলের সামনে সেই কথা জানান কৃষকরা। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার কৃষকদের উপর আক্রমণ চালায়। আন্দোলনরত কৃষকদের উপর কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।
তৃণমূল সাংসদরা কৃষকদের পূর্ণ সমর্থন জানিয়েছেন। এভাবে সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়ে তাঁদের প্রতি সহমর্মিতা জানানোয় আপ্লুত হরিয়ানার কৃষকরা।