ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশের দাবি তৃণমূলের

Must read

প্রতিবেদন : রাজ্যে ভোটার তালিকা সংশোধন ও সংযোজনের কাজ শুরু হচ্ছে ১ নভেম্বর থেকে। তার আগে ত্রুটিমুক্ত ও পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাল তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকা নিয়ে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। তৃণমূল কংগ্রেসের তরফে ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও দেবাশিস কুমার। বৈঠক শেষে বেরিয়ে দেবাশিস কুমার বলেন, “আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশ করা হোক। আর মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”

আরও পড়ুন-পরিবহণ শিল্পকে বাঁচাতে বিশেষ উদ্যোগ রাজ্যের

বৈঠকে আগামী শনিবার রাজ্যের যে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে সেখানে আবশ্যিকভাবে সব ধরনের কোভিড বিধি মেনে চলার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক সব দলের প্রতিনিধিদের কাছে আবেদন জানিয়েছেন বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ১ নভেম্বর ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। ওইদিন থেকেই শুরু হবে ভোটার তালিকা সংশোধন, সংযোজনের কাজ। আগামী বছরের ৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এসময় অনলাইন এবং অফলাইন দু’ভাবেই ভোটার তালিকায় নাম তোলা এবং এপিক কার্ড সংশোধনের আবেদন জানানো যাবে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন-হুঁশিয়ারি ফিরহাদের

ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে আবেদন জানানোর পাশাপাশি www.nsvp.in অথবা voterportal.eci.gov.in এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণ বা ভোটার কার্ড সংশোধনের আবেদন জানানো যাবে। ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমেও এই কাজগুলি করা যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

Latest article