চাই দ্রুত বিচার, ধর্ষণের শাস্তি ফাঁসি, রাজ্য জুড়ে ব্লকে ব্লকে ধরনা তৃণমূলের

কাল মহিলা তৃণমূলের ধরনা

Must read

প্রতিবেদন : আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের সঙ্গে দোষীদের ফাঁসির দাবিতে টানা প্রতিবাদ-কর্মসূচি নিয়ে রাস্তায় তৃণমূল কংগ্রেস (TMC)। শুক্রবার ছাত্র-যুবদের পর শনিবার রাজ্য জুড়ে ব্লকে ব্লকে ধরনায় বসছেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেত-কর্মীরা। প্রতিটি জেলার প্রতিটি ব্লকে দুপুর থেকে চলেছে ধরনা-কর্মসূচি। মন্ত্রী, বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি, টাউন সভাপতি, ব্লক সভাপতি, শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা সকলে মিলেই বিচারের দাবিতে ধরনা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন- স্বৈরাচারী বিজেপি, আন্দোলনে দমননীতি, প্রতিবাদী বিনেশ

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রতিবাদ-কর্মসূচি চলবে। আগামিকাল রবিবার ব্লকে ব্লকে ধরনা কর্মসূচি পালন করবে মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা। কলকাতার দু’টি জায়গায় মহিলা তৃণমূল কংগ্রেসের (TMC) ধরনা-কর্মসূচি হবে। একটি মৌলালিতে, অপরটি দক্ষিণ কলকাতার গোলপার্কে। উপস্থিত থাকবেন মন্ত্রী ও মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কর্মসূচি।
৯ অগাস্ট আরজি করের ঘটনার পরই দোষীদের দ্রুত বিচারের দাবিতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করে সঞ্জয় রাইকে। সিবিআই তদন্ত নিয়েও কোনও আপত্তি ছিল না মুখ্যমন্ত্রীর। সিবিআইয়ের হাতে মামলা যাওয়ার ১৮ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত নতুন করে কাউকে গ্রেফতার করতে পারেনি। ছাত্র সমাবেশ থেকে নেত্রী ও অভিষেক আওয়াজ তুলেছিলেন জবাব দিক সিবিআই।

Latest article