মণীশ কীর্তনীয়া : সফল নির্বাচনী প্রচারে অন্যতম প্রধান শর্ত যে নিবিড় জনসংযোগ, তা বারবারই প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেস। এই জনসংযোগের পথ ধরেই বারবার নিজেদের কার্যত অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছেন দলে স্টার ক্যাম্পেনাররা।
আরও পড়ুন-ইতিহাস গড়ে উচ্ছ্বসিত সৌরভ
কলকাতা পুরনির্বাচনের প্রচারে প্রথম রবিবারও তার ব্যতিক্রম হল না। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তেই মানুষের পাশে থেকেছেন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা। রবিবার তাঁদের সঙ্গেই আরও অন্তরঙ্গভাবে মিশে গেলেন তাঁরা। সঙ্গে অবশ্যই কিছুটা অভিনবত্বের ছোঁয়া। চেতলার ‘সন অফ সয়েল’ ফিরহাদ হাকিম রবিবার ৮২ নম্বর ওয়ার্ডের গলি থেকে রাজপথে ঘুরলেন সেই চিরপরিচিত হাসিমুখ নিয়ে।
আরও পড়ুন-ম্যাচ ফিট হয়েই দলে ফিরে আসতে চাই
মোটর বাইকে চেপেও পৌঁছে গেলেন মানুষের মাঝে। ৭০ নম্বর ওয়ার্ডে বাবুল সুপ্রিয় ফুটবল পায়ে মানুষকে কাছে টানলেন। প্রার্থী অসীম বসুর পক্ষে প্রচারে নেমে জানালেন, সংগীত চর্চার পাশাপাশি ফুটবল চর্চাও তাঁর খুব প্রিয় বিষয়। এদিন হাতে ব্যাডমিন্টন র্যাকেট তুলে নিলেন ৩১ নম্বর ওয়ার্ডের প্রার্থী পরেশ পাল। খেললেন পাড়ার ছেলেদের সঙ্গে। তারপরই রং-তুলি হাতে নেমে পড়লেন নিজের সমর্থনে দেওয়াল লিখতে। উত্তর থেকে দক্ষিণ, গোটা মহানগরী জনসংযোগে মাতিয়ে তুললেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা।