ধূপগুড়িতে শেষ বেলায় প্রচারে ঝড় তৃণমূলের

এদিনের রোড-শোয়ে ছিল উপচে পড়া ভিড়। রবিবাসরীয় রোড-শোকে কেন্দ্র করে ধূপগুড়ির জনমানসে প্রচুর উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।

Must read

প্রতিবেদন : ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারের শেষ দিনে ঝড় তুলে দিল তৃণমূল কংগ্রেস। রবিবার রাজ্যের নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম এবং তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী, বিধায়ক সোহম চক্রবর্তী দলীয় প্রার্থীর সমর্থনে রোড-শো করেন। ধূপগুড়ি কলেজ থেকে ধূপগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত রোড-শো করেন তাঁরা। এদিনের রোড-শোয়ে ছিল উপচে পড়া ভিড়। রবিবাসরীয় রোড-শোকে কেন্দ্র করে ধূপগুড়ির জনমানসে প্রচুর উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।

আরও পড়ুন-আজ মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন সিমেন্ট কারখানা

প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে হুডখোলা গাড়িতে এই র‍্যালি বা রোড-শো করেন দলের দুই নেতা-নেত্রী। সাধারণ মানুষের উচ্ছ্বাস বলে দিচ্ছিল তাঁদের সমর্থন রয়েছে তৃণমূলের দিকেই। কেউ কেউ বলেও দিলেন তাঁরা নির্মলচন্দ্র রায়কেই ভোট দেবেন। এদিন মানুষের স্বতঃস্ফূর্ততার আরও একটি কারণ ছিল— আগামী তিন মাসের মধ্যে ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার আশ্বাস। শনিবারই এই ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই ধূপগুড়িতে চলছে সবুজ আবির খেলা, মিষ্টি বিতরণ। সেই আবহে এদিন এই রোড-শো জনসমুদ্রে পরিণত হয়েছিল। রোড-শো শেষে মিমি চক্রবর্তী বলেন, ধূপগুড়ি তাঁর নিজের জায়গা। তিনি জলপাইগুড়িতে বড় হয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি এখানে এসেছেন। তা ছাড়া বহুদিন নিজের জেলায় তাঁর আসা হয়নি।

আরও পড়ুন-দিনের কবিতা

ভোটের কারণে আসাও হল এলাকার মানুষদের সঙ্গে দেখাও হল, কথাও হল। দলের প্রার্থীর হয়ে প্রচার করলাম ভোট চাইলাম। এলাকার মানুষও তাঁদের কথা দিয়েছেন তৃণমূলের প্রার্থীকে জেতানোর বিষয়ে। অন্যদিকে, ববি হাকিম জানান, ভোট প্রচারে এসে যা সাড়া পেয়েছি তাতে তাঁদের প্রার্থীর জয় নিয়ে কোনও প্রশ্নই আর থাকছে না। অনেক ভোটের ব্যবধানে তৃণমূলের প্রার্থী জয়ী হবেন। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা উন্নয়ন করেছে, ধূপগুড়ির মানুষ সেই উন্নয়নকে সামনে রেখেই আমাদের প্রার্থীকে আশীর্বাদ করবেন। ধূপগুড়ি এবার তৃণমূলের।

Latest article