বন্যা-ঝড় সবেতেই মানুষের প্রয়োজনে এগিয়ে আসা প্রশাসনিক কর্তাদের সংবর্ধনায় তৃণমূল

অতি-বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে বন্যা কিংবা ঘূর্ণিঝড়, সবেতেই জেলার মানুষকে রক্ষা করতে লড়াই করেন সরকারি আধিকারিকেরা।

Must read

সংবাদদাতা, তমলুক : অতি-বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে বন্যা কিংবা ঘূর্ণিঝড় (disaster), সবেতেই জেলার মানুষকে রক্ষা করতে লড়াই করেন সরকারি আধিকারিকেরা। নিজেদের জীবনের তোয়াক্কা না করে সাধারণ মানুষকে কীভাবে সুরক্ষিত রাখা যায় সে ব্যাপারেই তাঁদের যত চিন্তা। তাই এবার তাঁদের সংবর্ধনা জানাল তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল। সোমবার দুপুরে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দফতরে গিয়ে এই সংবর্ধনা জানানো হয়। জেলাশাসক পূর্ণেন্দু মাজির হাতে পুষ্পস্তবক তুলে দেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী-সহ ব্লক সভাপতিরা।

আরও পড়ুন-২০২৫ সালে হচ্ছে না ‘গগনযান মিশন’! বড় ঘোষণা ‘চন্দ্রযান-৪’ নিয়েও

সম্প্রতি জেলার পাঁশকুড়া ও কোলাঘাট ব্লকের বিস্তীর্ণ অঞ্চল কংসাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়। এই প্রেক্ষিতে সাধারণ মানুষকে কীভাবে সুরক্ষিত রাখা যায় এবং তাঁদের জন্য খাদ্য-বস্ত্র-বাসস্থান সুনিশ্চিত করতে রাতদিন এক করে মাঠ কামড়ে পড়েছিলেন জেলার পুলিশ-প্রশাসনিক আধিকারিকেরা। ডানার ব্যাপক প্রভাব পড়ার কথা ছিল জেলায়। জেলার সরকারি আধিকারিকেরা সে ক্ষেত্রেও সাধারণ মানুষকে একনাগাড়ে পরিষেবা দিয়ে গিয়েছেন। তাঁদের কৃতজ্ঞতা জানাতে জেলা তৃণমূল এই উদ্যোগ নেয়। সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সরকারি কর্তারা প্রয়োজনে রাত জেগে পরিষেবা দেন মানুষকে। ধন্যবাদ জানাতে এই উদ্যোগ।’

Latest article