কাঁথি ও এগরা পুরসভা নির্বাচন পরিচালনার জন্য ‘নির্বাচন কমিটি’ গঠন করলো দল, ছিলেন সুব্রত বক্সি

Must read

দলের রাজ্য সভাপতি তথা পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার পুরসভা নির্বাচনের পর্যবেক্ষক সুব্রত বক্সির (Subrata Bakshi) উপস্থিতিতে বুধবার কাঁথিতে (Kathi) এই কমিটি গঠিত হয়। কমিটির আহবায়ক হয়েছেন মৎস্যমন্ত্রী অখিল গিরি। কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের জনমঙ্গল সমবায় সমিতিতে এদিন এই দুই পুরসভার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সেনাপতিদের নিয়ে বৈঠক করেন সুব্রত বক্সী। তিনি পুরভোটে ঐক্যবদ্ধ লড়াইয়ের উপর জোর দেন।বড় বড় সভা না করে, পাড়ায় পাড়ায় ছোট ছোট সভা এবং যতটা সম্ভব বাড়ি বাড়ি প্রচার করার নির্দেশ দেন দলের রাজ্য সভাপতি।

কাঁথি ও এগরা পুরসভায় দলীয় প্রার্থী নির্বাচনের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির সকলেই নির্বাচন কমিটিতে রয়েছেন। উত্তর কাঁথি বিধানসভার কো-অর্ডিনেটর তরুণ জানা এবং ভগবানপুরের প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি নতুন করে নির্বাচন কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়াও দলের রাজ্য সভাপতি এদিন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণ কুমার মাইতিকে এগরা পুরসভার জন্য আলাদা করে ছোট কমিটি করার কথা বলেন। মাথার ওপর নির্বাচন কমিটিকে রেখে, তাঁদের পরামর্শ মেনে এগরার ছোট কমিটি ভোট পরিচালনার কাজ করবে।

আরও পড়ুন-ঝাড়গ্রাম পুরভোটের প্রস্তুতি কমিটি গড়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়

কাঁথিতে ২১ টি ওয়ার্ড এবং এগরার ১৪ টি ওয়ার্ডের সব কটি জেতার জন্য তৃণমূল কংগ্রেসের সৈনিকদের নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি। সর্বোপরি প্রচারের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমস্ত প্রকল্প থেকে দুয়ারে সরকার সহ নানা কর্মসূচির সুফল বেশি করে তুলে ধরার জন্য নির্বাচন কমিটিকে নির্দেশ দিয়েছেন সুব্রতবাবু (Subrata Bakshi)। নতুন নির্বাচন কমিটিতে আছেন, মৎস্যমন্ত্রী অখিল গিরি (আহবায়ক), প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, জেলা সভাপতি তথা এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, বিধায়ক উত্তম বারিক, উত্তর কাঁথি কো-অর্ডিনেটর তরুণ জানা, কাঁথি পুরসভার প্রশাসক হরিসাধন দাস অধিকারী, জেলা চেয়ারম্যান অভিজিৎ দাস, প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি। নির্বাচন কমিটির আহ্বায়ক অখিল গিরি বলেন, “ নির্বাচন পরিচালনা আরো সুচারুভাবে করার জন্য এই কমিটিতে আরও চারজনকে অন্তর্ভুক্ত করার কথা বলে গেছেন রাজ্য সভাপতি। আলোচনার ভিত্তিতে শীঘ্রই আমরা সেই চারজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করব। সেই সঙ্গে রাজ্য সভাপতির গাইডলাইন মেনে নির্বাচন পরিচালনা করা হবে।”

Latest article