বঙ্গ

উপচে পড়া ভিড়ের সাক্ষী পূর্ব মেদিনীপুর

সংবাদদাতা, কাঁথি : গদ্দারমুক্ত দিবস উপলক্ষে রবিবার পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur-TMC) উপচে পড়া রেকর্ড সমাবেশ করল তৃণমূল কংগ্রেস। কাঁথি দেশপ্রাণ ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে মানুষের স্রোত আছড়ে পড়ল পেটুয়াঘাট মৎস্য বন্দর সংলগ্ন মাঠে। এদিনের সভার উপচে পড়া ভিড় প্রমাণ করে দিল আজ থেকে ঠিক দু’বছর আগে ১৯ ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যিনি বিজেপিতে গিয়েছিলেন, তাঁর সঙ্গে মানুষ নেই। পেটুয়াঘাট সংলগ্ন মাঠে তৃণমূল কংগ্রেসের (Purba Medinipur-TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ২০১৬ সালে এই বিজেপিই টিভিতে শুভেন্দুর টাকা নেওয়ার ছবি দেখিয়ে তাঁকে গ্রেফতারের দাবি তুলেছিল। সেই সিবিআইয়ের হাত থেকে বাঁচতে গদ্দার শুভেন্দু অমিত শাহদের জুতো পালিশ করতে বিজেপিতে গিয়েছে। শুভেন্দু শুধু গদ্দার নয়, চরম অমানবিক, কাপুরুষ। ক’দিন আগে আসানসোলে শুভেন্দুদের সভায় তিনজন অসহায় মানুষের মৃত্যু হল। অনেকে আহত হলেন। অথচ আজ পর্যন্ত শুভেন্দু একবারও আসানসোল যাওয়ার সময় পেল না। ও এতটাই নির্লজ্জ, বেহায়া যে ওখানে গিয়ে ওই পরিবারগুলোর পাশে যখন দাঁড়ানো উচিত তা না করে এখানে পাগলের মতো চিৎকার করে বেড়াচ্ছে। ওখানে ঘটনার পর তাঁদের উদ্ধার করা, পরিবারগুলোর পাশে দাঁড়ানো, হাসপাতালে অসুস্থদের দেখতে যাওয়া এসব তো তৃণমূলের লোকেরাই করছে। আর শুভেন্দুরা এখানে বসে অমিত শাহের জুতো পালিশ করছে। পার্টির মিটিং করছে। এরা মানুষ? আসানসোল থেকে ফেরার পথে ও যখন দুর্ঘটনার কথা শুনল তখন ওর উচিত ছিল ওখানে ফিরে যাওয়া। সে তো গেলই না, তারপরও এতদিন কেটে যাওয়ার পর যাওয়ার সময় পেল না। একই দিনে পূর্ব মেদিনীপুরে দলীয় কর্মসূচিতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এ নিয়ে শুভেন্দুকে আক্রমণ করে কুণাল বলেন, ও এত বড় নেতা যে এখন শুধু দিল্লি গিয়ে বড় বড় নেতাদের ধরে ধরে পূর্ব মেদিনীপুরে নিয়ে আসছে। সবাইকে বলছে এখানে আসুন, আমার জেলায় আসুন, আমাকে বাঁচান। এতবড় নেতা! এদিনের সভায় উপস্থিত আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের উদ্যোগে মৎস্যজীবীদের আই কার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে। সারা বাংলা তৃণমূল মৎস্যজীবী ইউনিয়নের সম্মেলন আগামী দিনে এই পূর্ব মেদিনীপুর জেলাতেই অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে এদিন তিনি সরকারের নানা জনমুখী প্রকল্পগুলির কথাও তুলে ধরেন। এ ছাড়াও এদিনের সভায় বক্তব্য রাখেন, প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, অখিল গিরি, সুপ্রকাশ গিরি, জ্যোতির্ময় কর, তরুণ জানা-সহ জেলার নেতৃবৃন্দ।

আরও পড়ুন-বিধাননগরের সাইবার ক্রাইম সেলের নয়া সফল পদক্ষেপ

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago