আগরতলা : ত্রিপুরার রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে একটি টুইট। সেটি মহারাজা তথা তিপরামথার প্রধান প্রদ্যোতকিশোর মাণিক্যের। মজার ছলে করা টুইট রীতিমতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর সারবত্তা নিয়েও প্রশ্ন তুলেছে একটি অংশ। বলা হচ্ছে বিতর্কের মুখে একটি টুইট ডিলিট করেছেন মহারাজা। এদিকে প্রদ্যোত নিজে মুখে কুলুপ এঁটে বসে আছেন। ঠিক-ভুল নিয়ে এখনও মন্তব্য করেননি।
আরও পড়ুন- “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প কন্যাশ্রী ও রূপশ্রী দুটোই এক্ষেত্রে খুব কাজের”
বলা হচ্ছে, প্রথমে রসিকতা করে একটি ভোটসমীক্ষার টুইট করেন প্রদ্যোত। তাতে তিনি বলেন, ‘আইটি সেলরা বলুক ত্রিপুরার হাড্ডাহাড্ডি লড়াইয়ে কারা জিতবে? তিপরাকে হিসেবে ধরবেন না, কারণ আমাদের আইটি সেল নেই।’
এরপর তিনি সমীক্ষার আহ্বান জানান।
এই পর্যন্ত ঠিক ছিল।
এরপর প্রদ্যোতের একটি টুইটের স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে।
সেটিতে দেখা যাচ্ছে তখনও পর্যন্ত যা ভোট হয়েছে, তাতে বিজেপি ৩৫%, সিপিএম ১০% এবং তৃণমূল কংগ্রেস ৫৫% ভোট পেয়েছে।
ফলে এই তথ্য অনুযায়ী তৃণমূল বিপুলভাবে এগিয়ে।
এ-নিয়েই বিতর্ক বেধেছে।
একদিকে একটি বড় অংশ বলছে ত্রিপুরার এখনকার জনমতের যা প্রবণতা তা সঠিকভাবে প্রতিফলিত হয়েছে সমীক্ষায়।
এই টুইটের স্ক্রিনশট ভাইরাল হতেই চাপে পড়েছে বিজেপি। এবার আরেকটি অন্যরকম স্ক্রিনশট ঘুরছে।
একজন পোস্ট করে বলেছেন বিতর্ক দেখে মহারাজা সমীক্ষার ফল ডিলিট করেছেন।
এদিকে খোদ প্রদ্যোত এ-নিয়ে সরাসরি কিছু বলছেন না।
আরও পড়ুন- নিশীথ-বার্লার কাজে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা
তবে তাঁর টুইট বলে যে ফলাফল ছড়িয়েছে, তা ত্রিপুরায় ভাইরাল।
তৃণমূল নেতৃত্ব বলেছেন, ত্রিপুরায় মানুষ পুরোপুরি তৃণমূলকে চাইছেন। বাংলার উন্নয়নের মডেল দেখে তাঁরা ত্রিপুরাতেও সব কাজ ও পরিষেবা চান। বাম এবং বিজেপি— দুটি শিবিরই পরীক্ষিত এবং ব্যর্থ। এখন ত্রিপুরা তৃণমূলকে চায়।’
তৃণমূল যুবনেতা শক্তিপ্রতাপ সিংকে যেভাবে টেলিফোনে হুমকি দেওয়া হয়েছে, তার কল রেকর্ডিংও ভাইরাল। বিজেপি-র দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন শক্তি।
আরও পড়ুন- পানাগড়ে ৪০০ কোটি বিনিয়োগে নতুন কারখানা, শিলান্যাসে মঙ্গলবার দুর্গাপুর সফরে মুখ্যমন্ত্রী
এদিকে সোমবারও এখানে তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত। বাম, কংগ্রেস এমনকি বিজেপি থেকেও বহু সংগঠক যোগ দিলেন। ছিলেন সুজাতা মণ্ডল খান, জয়া দত্ত, পারমিতা সেন ও ত্রিপুরার নেতৃত্ব।
সবচেয়ে বড় কথা হল, এদিন খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিধানসভা কেন্দ্র বনমালীপুরে বিজেপি-তে বিরাট ধস নেমেছে। মণ্ডল সভাপতি-সহ তৃণমূলে যোগ দিয়েছেন ৬৬৯ জন। সুবল ভৌমিক বলেন, ‘সর্বস্তরে বিজেপি-তে ব্যাপক ক্ষোভবিক্ষোভ চলছে। বিজেপি-র অপশাসনে বিরক্ত তাদেরই কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন।’ এদিন যোগদানপর্বেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।