সুমন তালুকদার, বারাসত : লক্ষ্মীপুজো উপলক্ষে একদিনের বিরতি নিয়েই কর্মীদের নিয়ে প্রচারে ঝাঁপালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার প্রচারের মাঝেও পানিহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কালীতলা এলাকায় বিজেপির শতাধিক সক্রিয় নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন শোভনদেব। বলেন, রাজনৈতিক কর্মীরা বুঝছেন, তৃণমূল কংগ্রেসই একমাত্র দল, যেখানে মানুষের জন্য কাজ করা যায়। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করে চলেছেন। তাই তৃণমূলে যোগদান উত্তরোত্তর বাড়ছে।
আরও পড়ুন-নদীগর্ভে পনেরো বাড়ি, পদক্ষেপ নেই কেন্দ্রের
এদিন সকাল থেকেই বিধায়ক নির্মল ঘোষ, সুভাষ চক্রবর্তী প্রমুখকে নিয়ে পানিহাটি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে পথসভা ও জনসংযোগ সারেন শোভনদেব। বিকেলে বিলকান্দা ১-এর অপূর্বনগর, বন্দিপুর, বলাগড়, পাতুলিয়া, সুধীনপল্লিতে পথসভা ও কর্মিসভা করেন। বিকেলে প্রচারে যোগ দেন সায়নী ঘোষ। শনিবার দুপুরে খড়দহের সূর্য সেন স্পোর্টিং ক্লাবের মাঠে সভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোভিড বিধি মেনেই তাঁর সভাকে কেন্দ্র করে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। বিজেপি যত দিশেহারা হয়ে পড়ছে, তত মিথ্যাচারের রাজনীতি করছে। যার সাম্প্রতিক নজির, প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা কাজল সিনহার ফটো নিয়ে ঘৃণ্য রাজনীতি। বাধ্য হয়ে বৃহস্পতিবার খড়দহ থানায় অভিযোগ দায়ের করলেন কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা। সম্প্রতি কাজলের বাড়িতে গিয়ে বিনা অনুমতিতেই তাঁর ছবিতে মালা দেওয়ার পাশাপাশি, তাঁর স্ত্রী নন্দিতার আশীর্বাদ নেওয়া ও পরে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিভ্রান্তিকর প্রচার শুরু করেছিলেন বিজেপি প্রার্থী।