প্রতিবেদন : গোয়ায় জনসভা থেকে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন (Mamata Bandopadhyay) যে বিজেপির (Bjp) বিরুদ্ধে একমাত্র বিকল্প শক্তি তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে স্থানীয় ভাষায় বলেন, “খেলা হবে”।
প্রথমে কর্মিসভা, তারপর জনসভা- কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন মমতা। স্পষ্ট জানিয়ে দিলেন দেশে বিজেপির বিরুদ্ধে একমাত্র শক্তি তৃণমূল। গোটা দেশ দেখছে বিজেপির অপশাসন। তাদের হটাতে গোয়ায় জোট প্রক্রিয়া প্রায় তৈরি বলে মঙ্গলবার বিকেলে জনসভা থেকে জানান তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, এনসিপি (Ncp) মিশে গিয়েছে তৃণমূলের সঙ্গে। সমর্থন দিচ্ছে গোমন্তক পার্টি। এবার কংগ্রেস আসতে চাইলে, আসতে পারে। কারও জন্য তৃণমূল বসে থাকবে না- স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা। কিছু দল নিজেদের জমিদার ভাবে। নিজেরা কিছু করে না অন্যকেও কিছু করতে দেয় না- মামলা করে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেত্রী।
আরও পড়ুন : এজেন্সির ভয়ে বিজেপির কাছে মাথা নোয়াবে না তৃণমূল: বার্তা অভিষেকের
শুধু গোয়া নয়, উত্তরপ্রদেশ-সহ সব জায়গা থেকেই বিজেপিকে সরাতে হবে। তিনি বলেন, ইতিহাসকে বিকৃত করে বিজেপি। দেশের গণতন্ত্র ধ্বংস করতে চায়। বিভেদের রাজনীতি করে গেরুয়া শিবির। বিজেপিকে তোপ দেগে মন্তব্য মমতার। অভিযোগ করেন, অমর্ত্য সেনের মতো নোবেলজয়ী অর্থনীতিবিদকেও নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দিয়েছে বিজেপি।
শুধু বিজেপি কংগ্রেস, বিজেপি নয়, সিপিআইএমকেও কাঠগড়ায় তোলেন তৃণমূল সুপ্রিমো। বলেন, সিপিএম-কংগ্রেস সমঝোতা করে তোলে। সেই জন্যই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গড়ে ছিলেন বলে জানান মমতা।মুখ্যমন্ত্রী জানান, বাংলায় তৃণমূল সরকারের চোখে সব ধর্ম সমান। ক্ষমতায় আসার পর থেকে বাংলায় ধুমধাম করে পালিত হয় বড়দিন। তাঁর কথায়, যার হৃদয় বড়, যে প্রকৃত মানবিক, সেই প্রকৃত হিন্দু।মমতা বলেন, গোয়া মানে দেশের সূর্যোদয়। দেশ নতুন সূর্যোদয় দেখবে। এদিন, মমতা অভিষেকের সভা ঘিরে তৃণমূল কর্মী-সমর্থক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তুমুল উদ্দীপনা চোখে পড়ে। স্থানীয় ভাষায় খেলা হবে স্লোগান বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কোঙ্কনী ভাষায় বেশকিছু কথা বলেন তৃণমূল সুপ্রিমো। যা দেখে আপ্লুত গোয়ার মানুষ।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…