ইটাবেড়িয়া সমবায় তৃণমূলের দখলে

Must read

সংবাদদাতা, ভগবানপুর : তৃণমূলস্তর (TMC) থেকে দলকে শক্তপোক্ত করতে নির্দেশ দিয়েছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই জেরে সমবায়স্তরে নিজেদের জয়ের নিশান ওড়াতে শুরু করেছে তৃণমূল। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-২ ব্লকের ইটাবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালকমণ্ডলীর নির্বাচন ছিল। সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূলের কাছে পরাজিত হল বাম ও বিজেপি। সমবায়ের সব ক’টি আসন দখল করেছে তৃণমূল। এই সমবায়ের মোট আসন নটি। সোমবার নির্বাচনের মাধ্যমে সব ক’টি আসন দখল করতে সক্ষম হয়েছে তৃণমূল (TMC)। এই সমবায় আগেও তৃণমূলের দখলে ছিল। তবে গত পঞ্চায়েত নির্বাচনে সমবায়টি যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অর্থাৎ ইটাবেড়িয়া বিজেপির দখলে চলে যায়। এরপর থেকে দলকে চাঙ্গা করতে মাঠে নেমে পড়েন নেতা-কর্মীরা। তাতেই সোমবারের সমবায় নির্বাচনে সাফল্য মিলল। সমবায়ে মোট ভোটার ৬০৯ জন। যার মধ্যে সোমবার ভোট পড়েছে ৫৫০টি। সকাল থেকে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। বিকেলে ভোট গণনা হতেই দেখা যায় তৃণমূলের জয়জয়কার।

আরও পড়ুন- ভিন রাজ্যে কাজে গিয়ে খুন বাংলার যুবক, পরিবারের পাশে বিধায়ক

Latest article