নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : বাজেট অধিবেশনের (Budget Session) আগে সোমবার কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে একগুচ্ছ দাবি জানাল তৃণমূল কংগ্রেস। বৈঠকে সরকারপক্ষকে তৃণমূল প্রতিনিধিরা বলেন, সংসদীয় ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করতে কেন্দ্রীয় সরকার যে ভূমিকা নিচ্ছে তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তৃণমূলের তরফে এদিন বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়। বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বেশ কিছু ইস্যুতে সরব হন। বলেন, সংসদ মূলত বিরোধীদের বক্তব্য রাখার জায়গা, সুতরাং সেখানে বিরোধীদের বক্তব্য শুনতে হবে। জানা গিয়েছে, এ প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেন, আমরা চেষ্টা করব বিরোধীদের বক্তব্য রাখার সুযোগ দেওয়ার।
আরও পড়ুন-টাকি রোডে দুর্ঘটনার কবলে বনমন্ত্রীর গাড়ি
এদিনের বৈঠকে বাংলায় একশো দিনের কাজে শ্রমিকদের টাকা আটকে দেওয়ার প্রসঙ্গ তোলে তৃণমূল। মহিলা সংরক্ষণ বিল নিয়েও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হয়। দীর্ঘদিন ধরেই মহিলা সংরক্ষণ বিল আনার দাবি তুলেছে তৃণমূল। অন্যান্য দলের তরফেও এই দাবিকে সমর্থন জানানো হয়েছে। যদিও মোদি সরকারের তরফে এনিয়ে এখনও পর্যন্ত কোনও উচ্চবাচ্য করা হয়নি। সর্বদল বৈঠকে তৃণমূলের পাশাপাশি মহিলা সংরক্ষণ বিলের দাবি জানায় বিজেডি এবং অন্যান্য বিরোধী দল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, প্রতিবার অধিবেশন (Budget Session) শুরুর আগে যে সর্বদল বৈঠক হয়, সেখানে গৃহীত সিদ্ধান্তগুলিকে পরে কোনও গুরুত্ব দেওয়া হয় না সংসদে। বৈঠক শেষে এদিন সাংবাদিকদের সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, সরকারের একমাত্র উদ্দেশ্য নিজেদের প্রয়োজনীয় বিলগুলি পাশ করানো। বিরোধী দলগুলির কোনও ভূমিকা সেখানে থাকে না। এমনকী যে যে বিষয় উপদেষ্টা বা বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়, তাও কার্যকর করতে দেয় না এই সরকার। এদিনের বৈঠকে বেকারত্ব, মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবি জানায় তৃণমূল। অন্যদিকে সরকারের তরফে স্পষ্ট জানানো হয়, চিন বা পাকিস্তানের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে সংসদে কোনও আলোচনা হবে না। সর্বদল বৈঠকে কেন্দ্রীয় সরকারের তরফে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিনের বৈঠকে উপস্থিত ছিল না কংগ্রেস।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…