সংবাদদাতা, মালদহ : দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর জখম হলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মহম্মদ হেলাল (৪৩)। সোমবার গভীর রাতের ঘটনা, চাঁচল থানার সুরতপুর এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল কংগ্রেস নেতাকে রাতেই ভর্তি করানো হয়েছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। যদিও অন্ধকারের মধ্যে দুষ্কৃতীদের চিনতে পারেননি হেলাল। তবে হামলার নেপথ্যে বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ। গত বিধানসভা নির্বাচনে এবং তারপর একটি বকেয়া ও ছ’টি উপনির্বাচনে গোহারান হেরে হতাশা থেকে বিজেপি সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের ওপর।
আরও পড়ুন : বিষণ্ণ ড্রেসিংরুমে শেষ শাস্ত্রীয় বচন
তৃণমূল কংগ্রেস পরিচালিত চাঁচল ১ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মহম্মদ হেলাল অবশ্য দুষ্কৃতীদের চিহ্নিত করতে পারেননি। বললেন, ‘‘সোমবার রাতে বাড়ির বাইরে শৌচকর্ম করতে বেরিয়েছিলাম। অন্ধকারের মধ্যে দু’জন দুষ্কৃতী আমার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ছুরি দিয়ে পেটে আঘাত করে। আমার চিৎকারে বাড়ির লোকেরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।” কারা, কেন এই হামলা চালাল, তা নিয়ে ধন্দে হেলাল। চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন, দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে।