সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: মন্ত্রী হলেও তিনি গুরুত্বহীন। মানুষের কাছে তো বটেই। উত্তরবঙ্গের উন্নয়ণের প্রশ্নে নিশীথ প্রামাণিকের মন্তব্যকে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মিথ্যাচারের আশ্রয় নিয়ে বিজেপি যে রাজনীতি করে নিশীথ প্রামাণকের মন্তব্যে তা বারে বারে প্রমাণিত। তিনি জনবিচ্ছিন্ন জনপ্রতিনিধি।
আরও পড়ুন- বিশ্বভারতী-কাণ্ডে উপাচার্যকে ঘেরাও করার পরিকল্পনা
উল্লেখ্য, বুধবার বিজেপির দলীয় কর্মসূচী উপলক্ষ্যে নিশীথ প্রামাণিক দক্ষিণ দিনাজপুর জেলায় আসেন এবং তিনি গঙ্গারামপুর দাঁড়িয়ে মন্তব্য করেন, ‘আমরা আজকে এসেছি যাঁরা বাংলার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গিয়ে প্রাণ দিয়েছেন তাঁদের স্মরণ করে বাংলায় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে।’ নিশীথ-কে আক্রমণ করে পাল্টা তোপ দাগে তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেস। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অম্বরিশ সরকার বলেন, ‘গণতন্ত্রের সংজ্ঞাটা নিশীথ প্রামাণিক-এর জানা নেই, বাংলায় গণতন্ত্র যে প্রতিষ্ঠিত সেটাও উনার জানা নেই।’
জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী বলেন,‘বিজেপি নেতারা গণতন্ত্র মানেন না, বিজেপি নেতাদের মুখে গণতন্ত্র শব্দটাই বেমানান। নিশীথ প্রামানিকের বিচরণ স্থানগুলিকে গঙ্গার জল -আত্রেয়ীর জল দিয়ে শুদ্ধ করা উচিত।’