প্রতিবেদন : বিধানসভার উপনির্বাচনের (By Election) জোরদার প্রচার শুরু হয়ে গেল মঙ্গলবার থেকে। ডোর টু ডোর প্রচার থেকে শুরু করে রোড-শো, মঙ্গলে মাত করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। এদিন প্রচার র্যা লিতে এসে দলে দলে কর্মীরা যোগদান করলেন বিরোধী রাজনৈতিক শিবির ছেড়ে।
আরও পড়ুন- উধাও ২৫টি বাঘ! রণথম্ভোর জাতীয় উদ্যানের খবর প্রকাশ্যে আসতেই বাড়ছে উদ্বেগ
নৈহাটির প্রার্থী সনৎ দে ডোর টু ডোর প্রচার শুরু করেন। সকাল ন’টা নাগাদ শুরু হয় র্যালি। দুই সাংসদ পার্থ ভৌমিক ও রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রার্থী সনৎ দে এদিন রোড শো-তে ঝড় তোলেন। র্যালি-শেষে নাগদা মাঝিপাড়া পলাশিতে করেন পথসভা। বিকেলে গরুরফাঁড়ি মোড়, রামঘাট চৌমাথা, গৌরীপুর পোস্ট অফিস মোড়, চৌগাছা, রামচন্দ্রপুর, ধানকল ফিশারি, ৫ নম্বর বাজার এলাকায় পথসভা হয়। বক্তব্য রাখেন মন্ত্রী শশী পাঁজা, সাংসদ পার্থ ভৌমিক, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ শ্যাম-সহ অন্যরা।
হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে প্রচারে ঝড় তুলল তৃণমূল। প্রার্থী শেখ রবিউল ইসলামের সমর্থনে এদিন একাধিক পথসভার হয় হাড়োয়ার মাটিতে। এদিন দুপুরে দেগঙ্গা ২ নম্বর ব্লকের দেগঙ্গা পঞ্চায়েত সমিতি মিটিং হলে প্রথম নির্বাচনী কর্মিসভা হয়। দ্বিতীয় কর্মিসভাটি হয় বারাসত ২ নম্বর ব্লকের অন্তর্গত কৃত্তিপুর ২-এর গলাসিয়া এলাকায়। উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু ও বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী-সহ অন্যরা। এদিনের কর্মিসভা থেকে আগামীদিনের পথসভা, ভোটের রণকৌশল নিয়ে কর্মীদের সঙ্গে আলোচনা করেন তৃণমূল উচ্চনেতৃবৃন্দ। শালবনির কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন মেদিনীপুরের প্রার্থী সুজয় হাজরাও। মঙ্গলবার তিনি শালবনি ব্লকের কাশীজোড়া অঞ্চলে যান ভোটপ্রচারে। নিজের স্কুটিতে চড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে ভোটপ্রচার করতে দেখা যায় তাঁকে। সকালে কাশীজোড়া অঞ্চলের পাথরাজুড়ি বুথের একটি কালীমন্দিরে পুজো দেন তিনি। এর পর দলীয় কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারাও তাঁর নির্বাচনী প্রচারের সাফল্য কামনা করে দেবীর আশীর্বাদ নিতে সেখানে জড়ো হন। পুজো দেওয়ার পর এলাকার সাধারণ মানুষের বাড়ি বাড়ি যান সুজয়। সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে সকলের আশীর্বাদ চান। স্কুটি নিয়ে দিনভর শালবনির বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়ান তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। রাঙালিবাজনা গ্রাম পঞ্চায়েতের শিশুবাড়িতে প্রচার সারেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো।