যোগী আদিত্যনাথের উন্নয়নে বাংলার ছবি ব্যবহারের নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব

Must read

যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে সেখানে নিজের রাজ্যের ছবির বদলে দিয়ে ফেললেন বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছবি। স্পষ্টই সেই ছবিতে ধরা দিয়েছে কলকাতার রাস্তা, যানবাহন, এমনকি কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সিও সেখানে বেশ স্পষ্ট। এর পর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয় বিতর্ক। সেই ছবি টুইট করে মুখ খোলেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শীর্ষ নেতৃত্ব। চুপ থাকেন নি পার্থ চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষ।

আরও পড়ুন-যোগীরাজ্যে উন্নয়নের প্রচারে বাংলায় মমতার উন্নয়নের ছবি ব্যবহার, প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়

সকালে যোগীর সেই উন্নয়নের নমুনা তুলে ধরে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন ‘যখন অজয় বিস্ট কিছু না পেয়ে প্রচারের জন্য বাংলার মডেল ব্যবহার করে তখন সেটা সকলের কাছেই হাস্যকর হয়।’

 

 

যোগীর উন্নয়নের খতিয়ানের বিবরণ দিতে গিয়ে এই ভুল নজর এড়ায় নি কারোরই। এই নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করা সেই ছবি তুলে ধরে নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন,” এই হল বিজেপি!!!”

 

আরও পড়ুন-ভবানীপুর উপনির্বাচন, রেকর্ড মার্জিনের লক্ষ্যে ব্লু-প্রিন্ট তৈরি তৃণমূলের

এই নিয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম নিজের টুইটারে লেখেন, “আমি সবসময় জানতাম যে অনুকরণ চাটুকারিতার সেরা রূপ কিন্তু #যোগী আদিত্যনাথ এটিকে অন্য মাত্রায় নিয়ে যান!
মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছবি নিজেদের বলে চালানোটা কেবল একটি ভাড়া করা এজেন্সি দ্বারা একটি বিভ্রান্তি নয়, এটি ইউপি -র বাস্তব অবস্থার প্রতিফলন”।

 

এই পরিস্থিতিতে সাকেত গোখলে টুইট করেছেন, “নীচের বাম দিকের ছবিটি কলকাতার – মা ফ্লাইওভারের।

জুম ইন করুন এবং আপনি ফ্লাইওভারে আইকনিক কলকাতা হলুদ ট্যাক্সি দেখতে পারেন।

“ইউপি ট্রান্সফর্মিং” মানে ভারতের চারপাশে সংবাদপত্রের বিজ্ঞাপনে লক্ষ লক্ষ টাকা খরচ করা এবং কলকাতার উন্নয়নের ছবি চুরি করা?”

 

Latest article