মেলা নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসায় এক সুর সুজিত, দোলা, কৃষ্ণারা, উপকৃত ছোট ব্যবসায়ী, প্রসার ঘটছে সংস্কৃতির

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীর উদ্যোগে প্রত্যেক বছরই এই উৎসব হয়।

Must read

প্রতিবেদন : মেলা (Fair) মানে অসংখ্য মানুষের রোজগার। বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতে এবং এলাকার অর্থনৈতিক উন্নতির বৃদ্ধির কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে রাজ্যজুড়ে আয়োজন করা হয় বিভিন্ন মেলার। বিধাননগরের সংস্কৃতি ও প্রকৃতি উৎসব হল তার মধ্যে একটি। শনিবার মেলার উদ্বোধনে এসে এমনটাই বললেন মন্ত্রী সুজিত বসু। মেলা চলবে ১৩ জানুয়ারি, সোমবার পর্যন্ত। সময় প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ৯টা। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, সাংসদ ইউসুফ পাঠান, দোলা সেন, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়-সহ অনেকেই।

আরও পড়ুন-মেলা উপলক্ষে বাড়ছে নজরদারি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীর উদ্যোগে প্রত্যেক বছরই এই উৎসব হয়। শুধু বিধাননগরবাসী নয়, শহরবাসী অপেক্ষায় থাকেন এই উৎসবের জন্য। কারণ এখানে ৮ থেকে ৮০ সকলেই সমানভাবে আনন্দ করার সুযোগ পান। শীত বিকেলে বাংলার সংস্কৃতি ও প্রকৃতি উৎসবে মেতে ওঠেন শহরবাসী। ছৌনাচ, আদিবাসী নৃত্য, গান, যাত্রাপালা, এরই সঙ্গে উপরি পাওনা বাংলা কার্টুনের মজাদার চরিত্রদের দেখা। সংস্কৃতির কোলাজে সাজানো এই উৎসবের অপেক্ষায় থাকেন সকলে। বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ১৪ বছর একইভাবে চলছে এই উৎসব। প্রকৃতি আর সংস্কৃতির মেলবন্ধনে এই উৎসব এখন শহরবাসীর আবেগ।

Latest article