দুলাল সিংহ, বালুরঘাট: কোনও আত্মীয় পরিজন নেই। অসহায় বৃদ্ধ দম্পতি। মাথার ওপর এক চিলতে ছাদও জীর্ণ। নজর এড়ায়নি এলাকার তৃণমূল কর্মীদের (TMC)। খবর পৌঁছয় মন্ত্রী বিপ্লব মিত্রের কাছে। দ্রুত ব্যবস্থা নিতে বলেন। তবে ওই দম্পতির নিজস্ব জমি না থাকায় আবাসের বাড়ি সম্ভব হয়নি। তখনই চাঁদা তুলে নিজেরাই উদ্যোগ নিয়ে ঘর তৈরি করে দিলেন তাঁরা। নজির হয়ে থাকল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহাড়ির কৃষ্ণপুর গ্রামের তৃণমূল কর্মীদের মানবিক উদ্যোগ।
আরও পড়ুন-প্রশাসনের উদ্যোগে বসেছে ৫০ ওয়াটার এটিএম
কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সুফল সরেন (৭০) তার স্ত্রী-কে নিয়ে অন্যের জায়গায় কোনও রকমে বসবাস করছিলেন। নিজস্ব জমি না থাকায় ওই আদিবাসী দম্পতি বাংলার আবাস যোজনায় আবেদন করতে পারেননি। শীত জাকিয়ে পড়তেই নাজেহাল অবস্থা ছিল ওই অসহায় দম্পত্তির। খবর পৌছায় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল এবং মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা বিপ্লব মিত্র-র কাছে। এরপর তারা দুজনেই ওই অসহায় দম্পতিকে ঘর বানিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। যার পরে তৃণমূল কংগ্রেস কর্মীরা নিজেরা চাঁদা তুলে ঘর বানিয়ে দেন। ঘর বানানোর গোটা প্রক্রিয়া নিজে দেখভাল করেন সুভাষ ভাওয়াল। স্বচক্ষে নিজের ঘর তৈরি হতে দেখে আনন্দাশ্রু সুফল সরেন-এর চোখে। তৃণমূল কংগ্রেসের এহেন মানবিক উদ্যোগে খুশি গ্রামবাসীরা। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন ওই অসহায় দম্পতির পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত।