নেত্রীর উন্নয়নই সবুজ আবির ওড়াবে রিষড়ায়

Must read

সংবাদদাতা, হুগলি : শিয়রে পুরভোট। হুগলির ১২টি পুরসভায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। যুযুধান সব পক্ষই জমা দিচ্ছে মনোনয়নপত্র, চলছে প্রচার। রিষড়া পুরসভাতেও (Rishra Municipality) রাজনৈতিক দলগুলির তৎপরতা তুঙ্গে। ময়দানে হাজির বিজেপি-বামফ্রন্ট-কংগ্রেস, তবে ধারে ও ভারে কয়েক যোজন এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। রিষড়া পুরসভার বিদায়ী প্রধান, তৃণমূল কংগ্রেস নেতা বিজয়সাগর মিশ্রের কথায়, এই এলাকায় গত পাঁচ বছরে যে ধরনের উন্নয়নমূলক কাজ হয়েছে, তা নজিরবিহীন।

আরও পড়ুন: দলের অনুমোদন ছাড়া পদক্ষেপ নয়, নির্দলে হুঁশিয়ারি সায়নীর

পুরসভার ২৩টি ওয়ার্ডে রাস্তাঘাট-আলো-জঞ্জাল সাফাই-শিক্ষা-পানীয় জল— নাগরিক পরিষেবার সব মাপকাঠিতেই নজরকাড়া উন্নতি ঘটেছে। নাগরিকদের কোভিড টিকাকরণেও এই পুরসভা জেলায় অগ্রণী ভূমিকা নিচ্ছে। বাঙ্গুর পার্ক এলাকায় বাম জমানায় তৈরি মাতৃসদনটির আমূল সংস্কার করা হয়েছে। অত্যাধুনিক স্বাস্থ্যভবনটিতে নাগরিকরা পাচ্ছেন কম খরচে উন্নত পরিষেবা। একটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। পানীয় জলের ক্ষেত্রেও সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ রিষড়া পুরসভা। পুরনো জলাধারগুলির পাশাপাশি আরও চারটি নতুন রিজার্ভার তৈরি হচ্ছে। ভোটের পরই সেগুলি চালু হয়ে যাবে। পুরসভার উদ্যোগে শহরকে সিসিটিভিতে মুড়ে দেওয়া হয়েছে। ফলে কমেছে অসামাজিক কাজকর্ম। পুরনো রবীন্দ্র ভবনটিরও সংস্কারের কাজ চলছে। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রচারের চুম্বকও ‘উন্নয়ন’। দেওয়াল লিখন থেকে কর্মিসভা, দুয়ারে প্রচার থেকে পথের স্লোগান— তৃণমূল কংগ্রেস সব বিষয়েই বিরোধীদের পিছনে ফেলে দিয়েছে। সামগ্রিকতার নিরিখে তাই তথ্যাভিজ্ঞ মহলের অভিমত, রিষড়া পুরসভায় (Rishra Municipality) ফের উড়বে সবুজ আবির, জয়ী হবে তৃণমূল কংগ্রেস।

Latest article