সংবাদদাতা, জলপাইগুড়ি : দশমীর রাতে উৎসবের আবহ মুহূর্তে শোকের ছায়া। ধূপগুড়ির ২ নম্বর ব্রিজ সংলগ্ন এশিয়ান হাইওয়ে ৪৮-এর পাশে বৃহস্পতিবার রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এলাকার যুবতীর্থ ক্লাবে চলছিল দুর্গোৎসব , তার উল্টো দিকে একটি দোকানের সামনে প্রায় ডজনখানেক মানুষ আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ জলপাইগুড়ির দিক থেকে ধূপগুড়ির দিকে আসা একটি দ্রুতগতির স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল ও দুটি সাইকেলকে ধাক্কা মেরে সোজা ঢুকে যায় রাস্তার ধারের দুটি দোকানে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল ক্রেন দিয়ে গাড়ি সরিয়ে উদ্ধার করে আহতদের। সাতজনকে দ্রুত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত তিনজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার পথে মৃত্যু হয় আরও একজনের। বাকি দুজনের চিকিৎসা চলছে। প্রত্যেকেই ধূপগুড়ি শহরের ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শুক্রবারই বিধায়ক নির্মলচন্দ্র রায় (Nirmal chandra Roy) আহতদের খোঁজখবর নিতে প্রত্যেকের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন। শোকপ্রকাশ করে বলেন, উৎসবের দিনে এমন প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। রাজ্য সরকার সর্বতোভাবে দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে রয়েছে। আহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান পুলিশ সুপার খান্ডবহালে উমেশ গণপতও।
আরও পড়ুন-বিষ খাইয়ে জুবিনকে খুন করেছেন ম্যানেজার! দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টও পেলেন গরিমা