ইতিহাসের সাক্ষী হলেন বিধায়করা

Must read

প্রতিবেদন : স্বাধীনতা সংগ্রামের সেই দিনগুলোতে যেন কিছুক্ষণের জন্য ফিরে যাওয়া। আপ্লুত বিধায়করা। ঐতিহাসিক আলিপুর জেল এখন গোটাটাই মিউজিয়াম (Alipore Jail Museum)। স্বাধীনতা আন্দোলনের সাক্ষ্য বহন করা এই জেল মিউজিয়াম বুধবার ঘুরে দেখলেন তৃণমূল বিধায়করা। সঙ্গে ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। শীতকালীন অধিবেশনের শেষদিনে বিধানসভা থেকে বাসে করে বিধায়কদের আলিপুর জেল মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়। তদারকি করেন রাজ্যের মন্ত্রী, মহানাগরিক ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, তাই এই ব্যবস্থা বলেও জানালেন মন্ত্রী। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও সমস্ত দলের বিধায়কদের জেল মিউজিয়াম (Alipore Jail Museum) দেখতে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। স্পিকার নিজেও সকলের সঙ্গে ঐতিহাসিক এই জেল ঘুরে দেখেন। ব্রিটিশ শাসনকালে এই কারাগারেই বিভিন্ন সময়ে বন্দি করে রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, নজরুল ইসলাম, বিধানচন্দ্র রায়, জওহরলাল নেহরু, যতীন্দ্রমোহন সেনগুপ্তের মতো স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট রাজনৈতিক বন্দিদের। এই জেলেই ফাঁসিতে মৃত্যুবরণ করেছিলেন বিপ্লবী দীনেশ মজুমদার, দীনেশ গুপ্তরা। হাইকোর্টের নির্দেশ ও রাজ্য সরকারের প্রস্তাবমতো আলিপুর জেলের ১০৮ একর জমিতে মিউজিয়াম তৈরি হয়। সংগ্রহশালাটি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-বিরোধী দলনেতাকে বিপদে ফেলে অধ্যক্ষের প্রশংসায় মনোজ টিগ্গা

Latest article