দুবাইয়েও ইডির নজর অভিষেকের দিকে: কেন্দ্রকে তোপ তৃণমূল সাংসদের

Must read

সম্প্রতি দুবাই গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee)। চোখের চিকিৎসার জন্য তিনি দুবাইয়ে। সেখানেও অভিষেকের উপর নজরদারি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা। শুধু তাই নয়, ইডির তরফে সংযুক্ত আরব আমিরশাহি সরকারকেও অভিষেকের উপর চর নিয়োগ করার অনুরোধ করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর কেন্দ্রের মোদি সরকারকে টুইটে তুলোধনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন, ‘আমার উপর নজর রাখতে গিয়ে তারা ভুলে যাচ্ছে, গোটা ভারতই এখন তাদের দিকে নজর রাখছে।’

সম্প্রতি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এই ইস্যুতে একটি টুইট করেন। যেখানে তিনি লেখেন, ‘কেন্দ্রীয় সরকারের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দুবাইয়ে বাংলার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নজরদারি করছে। এই বিষয়ে তারা সংযুক্ত আরব আমিরশাহি সরকারকেও চর নিয়োগ করার অনুরোধ করেছে। বাংলার একজন সাংসদের উপর নজর রাখার অর্থ দেশের সার্বভৌমত্বের আত্মসমর্পণ।’

আরও পড়ুন: বক্তব্য বন্ধ করে অসুস্থ হয়ে পড়া মুসকানের শুশ্রূষায় মমতা বন্দ্যোপাধ্যায়, আলিপুরদুয়ার দেখল ‘মমতা-স্পর্শ’

গর্গর এই টুইট রিটুইট করে কেন্দ্রের মোদি সরকারকে তোপ দেগে ডায়মন্ড হারবারের সাংসদ (TMC MP Abhishek Banerjee) লেখেন, “নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সংস্থাগুলো মানুষের ৩০ হাজার কোটি টাকা লুট করা নীরব মোদি এবং মালিয়াদের উপর একই রকম উদ্যম ও নিষ্ঠা সহকারে যদি নজর রাখত, তবে মানুষের এই বিপুল পরিমান টাকা রক্ষা পেত। আমার উপর নজর রাখতে গিয়ে তারা ভুলে যাচ্ছে, গোটা ভারতই এখন তাদের দিকে নজর রাখছে।”

উল্লেখ্য, চোখের চিকিৎসার জন্য অভিষেকের দুবাই সফরের বিরোধিতায় শুরু থেকেই বাধা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপর বাধ্য হয়ে তৃণমূল সাংসদকে আদালতের দ্বারস্থ হতে হয়। কলকাতা হাইকোর্ট তাঁর এই সফরে সম্মতি দেয়। আদালতের নির্দেশ ব্যাকফুটে চলে যাওয়া ইডি এরপর দুবাইতে অভিষেকের উপর নজরদারির পথে হাঁটে। এই ঘটনাতেই কেন্দ্রের মোদি সরকারকে তোপ দাগলেন অভিষেক।

Latest article