ঘাটাল মাস্টার প্ল্যান: সংসদে কেন্দ্রকে চেপে ধরল তৃণমূল

Must read

প্রতিবেদন: ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal master plan) নিয়ে সংসদে মোদি সরকারকে রীতিমতো চেপে ধরলেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী দেব। এলাকার দীর্ঘদিনের বন্যা-সমস্যা সমাধানের জন্য কেন্দ্রের যে আসলে কোনও আগ্রহই নেই তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন দেব। বুঝিয়ে দিলেন এই নিয়ে আসলে বাংলার মানুষকে ঠকিয়েই চলেছে কেন্দ্র। কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের কাছে দেব লিখিতভাবে সরাসরি প্রশ্ন রেখেছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করার লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, বিশ্বব্যাঙ্ক, এবং অন্যান্য আর্থিক সংস্থা থেকে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করার জন্য কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আদৌ যোগাযোগ করেছে কি? যদি করে থাকে তবে তা বিস্তারিতভাবে জানাক কেন্দ্র। সাংসদ দেব সরাসরি কেন্দ্রের কাছে জানতে চান, ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal master plan) টাকা কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ করা হল না কেন? এর নেপথ্যে আসল কারণটা কী? ঘাটালের সাংসদের চাঁচাছোলা প্রশ্নে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী রাজভূষণ চৌধুরী। নিজেদের মিথ্যাচার ঢাকতে নানা বিভ্রান্তিকর তথ্য তুলে ধরলেও আসল প্রশ্নের জবাব কিন্তু দিতে পারেনি কেন্দ্র।

আরও পড়ুন: জালিয়ানওয়ালাবাগে রবীন্দ্রনাথের মূর্তি দাবি

Latest article