জাতীয়

ওষুধের মূল্যবৃদ্ধি ও জনৌষধিতে বাংলাকে বঞ্চনা, ক্ষোভ সাংসদের

প্রতিবেদন: ওষুধের (Medicine price hike) দামবৃদ্ধির সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। জননেত্রীর এই ক্ষোভ এবং উদ্বেগের সুরেই বৃহস্পতিবার সংসদচত্বরে ক্ষোভ উগরে দিলেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। জনৌষধি কেন্দ্র নিয়ে মোদি সরকারের বাংলার প্রতি বঞ্চনা নিয়েও সরব হলেন তিনি। ১ এপ্রিল থেকে ওষুধের দামবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে আঙুল তুললেন মোদি সরকারের দিকে। তাঁর অভিযোগ, এক্ষেত্রেও বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র। চরম দুর্দশার মধ্যে ফেলে দিচ্ছে সাধারণ মানুষকে। তাঁর প্রশ্ন, নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম (Medicine price hike) এভাবে বাড়ানো হল কোন যুক্তিতে? সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, তৃণমূল সাংসদ বাপি হালদারের প্রশ্নের উত্তরে এদিন কেন্দ্রের রসায়ন এবং সার দফতরের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল স্বীকার করেছেন, বাংলায় কেন্দ্রীয় সরকার পরিচালিত ৬৩০টি জনৌষধি কেন্দ্রের মধ্যে ৪০টিই বন্ধ হয়ে গিয়েছে। বাপির প্রশ্ন, কেন্দ্র কি এর দায় অস্বীকার করতে পারে? মথুরাপুরের তৃণমূল সাংসদের বক্তব্য, এমনিতেই রাজ্যে জনসংখ্যা এবং চাহিদার তুলনায় জনৌষধি কেন্দ্রের সংখ্যা খুবই কম। এই প্রসঙ্গেই বাপি হালদার জানান, তাঁর লোকসভা কেন্দ্র মথুরাপুরে জনসংখ্যা ৪০ লক্ষের বেশি হওয়া সত্ত্বেও জনৌষধি কেন্দ্রের সংখ্যা মাত্র ৫।
কেন্দ্রীয় মন্ত্রীর কাছে মথুরাপুরের তৃণমূল সাংসদ জানতে চেয়েছিলেন, দেশে জনৌষধী কেন্দ্রের সংখ্যা মোট কত? এরমধ্যে কতগুলো চলছে এবং কতগুলো বন্ধ হয়ে গিয়েছে? এ-বিষয়ে রাজ্যভিত্তিক তথ্য দাবি করেন তৃণমূল সাংসদ। সুনির্দিষ্টভাবে তিনি জানতে চান বিক্রির পরিমাণ কমে যাওয়া কিংবা লোকসানের কারণেই কি অনেক জনৌষধি কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে? নিম্নমানের ওষুধ সরবরাহের অভিযোগে কি কোনও সাপ্লায়ারকে নিষিদ্ধ করা হয়েছে? মেলেনি কোনও সদুত্তর।

আরও পড়ুন- রাজ্যসভায় তৃণমূলের আক্রমণে বিধ্বস্ত, দিশাহারা মোদি সরকার

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

9 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

9 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

9 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

9 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

10 hours ago