জাতীয়

ওয়াকফ বিল নিয়ে ধুন্ধুমার: জেপিসিতে রক্তারক্তি, বিজেপির কটূক্তির জবাব দিতে গিয়ে আহত কল্যাণ

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সরকার এবং বিরোধীদের বিবাদ চরমে উঠল মঙ্গলবার৷ এদিন নয়াদিল্লিতে আয়োজিত যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির বৈঠকে সরকার ও বিরোধীদের বিবাদের মাঝে বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের কটূক্তির জবাব দিতে গিয়ে রাগের মাথায় বোতল ভেঙে আহত হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)৷ তাঁর ডান হাতে চারটি সেলাই করতে হয়েছে৷ সাম্প্রতিককালে এমন নজির নেই যেখানে একটি বিলকে পর্যালোচনা করার লক্ষ্যে আয়োজিত যৌথ সংসদীয় বৈঠকে রক্তপাত হয়েছে৷

আজ নয়াদিল্লিতে আয়োজিত যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির বৈঠকে ফের একবার ওয়াকফ সংশোধনী বিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন আসাদউদ্দিন ওয়েসি, সঞ্জয় সিং, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) মত বিরোধী শিবিরের সাংসদরা৷ এই সময়েই বিরোধী শিবিরকে আক্রমণ করেন নিশিকান্ত দুবে, অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়-সহ বিজেপির এক ঝাঁক সাংসদরা৷ দেশের সামগ্রিক উন্নয়নকে মাথায় না রেখেই সংখ্যালঘু তোষণের কাজ করছে বিরোধী শিবির, অভিযোগ করেন তাঁরা। এই মন্তব্যের প্রতিবাদে সোচ্চার হন কমিটির সদস্য, বর্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ৷ সংসদীয় সূত্রের দাবি, সেই সময়েই কল্যাণ ও অভিজিতের মধ্যে বচসা তৈরি হয়৷ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে ছাপার অযোগ্য কটূক্তি করেন বিজেপি সাংসদ অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়, এমনই দাবি সূত্রের৷

আরও পড়ুন-কথা রেখেছেন মুখ্যমন্ত্রী! জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে গঠন টাস্ক ফোর্স, জারি বিজ্ঞপ্তি

বিজেপি সাংসদ অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ বাংলার জনতার রায়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, পরপর তিনবার বিধানসভা নির্বাচনে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে পশ্চিমবঙ্গবাসী, সাফ জানান কল্যাণ৷ সংসদীয় সূত্রের অভিযোগ, এর পরেও ফের বাংলার শাসকদলকে উদ্দেশ্য করে কটূক্তি করেন অভিজিত্‍৷ এই সময়েই ক্ষোভে ফেটে পড়েন কল্যাণ৷ রাগের চোটে তিনি নিজের টেবিলে রাখা কাঁচের জলের বোতল আছড়ে ভেঙে ফেলেন৷ এর জেরে তাঁর হাতে চোট লাগে৷ ৬৭ বছর বয়সী আইনজীবী সাংসদের ডান হাতের আঙুলে কাঁচ ঢুকে যায়৷ বৈঠক ফেলে বিরোধী সাংসদরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ছোটেন সংসদের প্রাথমিক চিকিত্‍সালয়ে৷ সেখানে তৃণমূল সাংসদের হাতে রক্তক্ষরণ বন্ধ করার জন্য চারটি সেলাই করতে হয়৷

এর পরে বৈঠক শুরু হলে কল্যাণের বিরুদ্ধে বৈঠকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সোচ্চার হন শাসক শিবিরের সাংসদরা৷ তাকে সাসপেন্ড করা হোক, প্রস্তাব রাখেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে৷ সূত্রের দাবি, তিনি অভিযোগ করেন কল্যাণ, অভিজিত্‍-সহ কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালকে উদ্দেশ্য করে কটূক্তি করেছেন এবং তাকে বোতল ছুঁড়ে মারতে গিয়েছেন৷ বিরোধী শিবির এর প্রতিবাদ করলেও ৯-৮ ভোট জয়ী হয় শাসক শিবির, একদিনের জন্য জেপিসি বৈঠক থেকে সাসপেন্ড হন কল্যাণ।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago