সংবাদদাতা, বসিরহাট : ষষ্ঠীর সন্ধিপুজোয় ঢাক বাজিয়ে নৃত্যের তালে নেচে ফুলমিষ্টি দিয়ে দুর্গাবরণ করে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান (TMC MP Nusrat Jahan)। কলকাতা শহরতলির পুজোর এবারের উন্মাদনাটা একটু আলাদা। করোনার ভয় কাটিয়ে সবাই উৎসবে মিলেমিশে একাকার। ইতিমধ্যে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (TMC MP Nusrat Jahan), বিধায়ক সপ্তর্ষি বন্দোপাধ্যায়, চেয়ারম্যান অদিতি মিত্র, বসিরহাট সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি কৌশিক দত্ত, সবুজ হালদাররা বসিরহাটের প্রাণের শহর প্রাণের পুজো ও প্রান্তিক ক্লাব, বদরতলা রিট্রেশন ক্লাব, মিলন সংঘ, সবুজ সংঘ-সহ একাধিক ক্লাবের পুজো উদ্বোধন করেন। পাশাপাশি ষষ্ঠীর সন্ধিপুজোয় ঢাক বাজালেন সাংসদ, নাচলেনও আর মা দুর্গাকে ফুল-মিষ্টি পুজো দিয়ে আশীর্বাদ চেয়ে নিলেন। সেই সঙ্গে বাংলার মানুষকে দিলেন সম্প্রীতির বার্তা। বাংলার দুর্গাপুজো উভয় সম্প্রদায়ের এক সুদৃঢ় সম্প্রীতির উৎসব বলে জানান তিনি।