প্রতিবেদন : সোমবার রাজ্যসভায় সংবিধান আলোচনায় অংশ নিয়ে মোদি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল (TMC) সাংসদ সাকেত গোখেল, প্রকাশ চিক বরাইক এবং সামিরুল ইসলাম৷ সাকেতের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভায় শনিবার যে ১১টি সংকল্প তুলে ধরেছিলেন, সেগুলি আসলে সবই জুমলা মাত্র৷ মোদি সরকারের কার্যকালে সংবিধানের সব ক’টি মৌলিক ধারা লঙ্ঘন করা হয়েছে৷ বাংলার ২১ লক্ষ মনরেগা শ্রমিককে তাঁদের বকেয়া ন্যায্য মজুরির টাকা প্রদান করা হয়নি৷ বিলকিস বানোর ধর্ষকদের বেকসুর খালাস করে দেওয়া হয়েছে৷ মণিপুরের অধিবাসীরা দিনের পর দিন বিনা বিচারে অত্যাচারিত হচ্ছেন৷ আমাদের জননেত্রী জানেন কীভাবে সামাজিক ন্যায় করতে হয়৷ উনি যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার শুরু করেছেন, মহিলাদের ক্ষমতায়ন করেছেন, তা দেখার পরে এখন অন্য রাজ্যগুলি সেই প্রকল্পকে কপি করছে৷ আমাদের রাজ্যের বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলকে কেন এখনও সম্মতি দেওয়া হয়নি? প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ সাকেত গোখেল৷
আরও পড়ুন-অভিষেকের প্রশ্নে বেআব্রু কেন্দ্র, বিজেপি-রাজ্যে বাড়ছে সাইবার অপরাধ
একইরকমভাবে মোদি সরকারের কার্যকালকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূলের (TMC) দুই সাংসদ প্রকাশ চিক বরাইক এবং সামিরুল ইসলাম৷ প্রকাশ চিক বরাইক বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন কীভাবে একজন চা-শ্রমিকের ছেলেকে সংসদে পাঠানো যায়৷ মোদি সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করেছে, বারবার পশ্চিমবঙ্গের টাকা বন্ধ করা হয়েছে অন্যায়ভাবে৷
তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের দাবি, গণতন্ত্রপ্রিয় দেশের মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করেছে মোদি সরকার৷ সংসদের ভিতরে ও বাইরে বারবার বিরোধী শিবিরের প্রতিনিধিদের কণ্ঠরোধ করা হয়েছে এই সরকারের আমলে৷