প্রতিবেদন : আইনি পথে উচ্ছেদ রুখে এবার দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে জল, আলো ফেরানোর লড়াই শুরু করল তৃণমূল কংগ্রেস (TMC)। কলোনির বাসিন্দারা কেমন আছেন, জানতে শুক্রবার বসন্তকুঞ্জে পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেসের চার সদস্যের প্রতিনিধিদল। দলে ছিলেন, রাজ্যসভার তিন সাংসদ সাগরিকা ঘোষ, মমতাবালা ঠাকুর, মৌসম নুর এবং লোকভার সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।
জয় হিন্দ কলোনির দুদর্শাগ্রস্ত বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে সাংসদ সাগরিকা ঘোষ বলেন, আমাদের আন্দোলন জারি থাকবে। এখনও পর্যন্ত এই নিরীহ মানুষগুলোর ঘরে পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা চালু হয়নি। তৃণমূলের (TMC) আন্দোলনে আইনি লড়াইয়ে জয় এসেছে। এখন আর কলোনির বাঙালি পরিবারগুলোকে কেউ উৎখাত করতে পারবে না। কোনও কারণ ছাড়াই এই বাঙালি শ্রমিকদের ওপর নানানভাবে হেনস্থা ও অত্যাচার করা হচ্ছে। অথচ তাঁদের সকলেরই বৈধ ভোটার, আধার ও রেশন কার্ড রয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট জয় হিন্দ কলোনিতে উচ্ছেদ-অভিযানে স্থগিতাদেশ জারি করে। একই সঙ্গে তাঁদের মৌলিক অধিকার ফেরানোর নির্দেশও দেওয়া হয়েছে। এই লড়াইয়ে মাটি কামড়ে তাঁদের পাশে ছিল তৃণমূল। আন্দোলনে মুখ্য ভূমিকা নেওয়া সাংসদ সাগরিকা ঘোষ বলেন, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের অপমানের বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এভাবেই লড়াই করবে তৃণমূল। দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার এই নিয়ে সরব হয়েছেন। তাঁরই নির্দেশে তৃণমূলের প্রতিনিধিদলও ওখানে গিয়ে তাঁদের পাশে দাঁড়াল।
আরও পড়ুন: কার্গিল দিবসের নামে এসআইআরের ছক!