প্রতিবেদন : মন্ত্রী এবং দলের বরিষ্ঠ নেতা ফিরহাদ হাকিম দিন দুয়েক আগে যে বক্তব্য পেশ করেছেন তা সমর্থন করে না দল, সোমবার স্পষ্ট ভাষায় এ কথা জানিয়ে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের তরফে। এদিন সোশ্যাল মিডিয়ায় দলের তরফে দেওয়া বার্তায় বলা হয় ফিরহাদ হাকিমের বক্তব্যের সঙ্গে তৃণমূল কংগ্রেস একমত নয়। তাঁর এই বক্তব্যের কড়া সমালোচনা করছে দল। ফিরহাদের বক্তব্য দলের আদর্শ এবং অবস্থানের সঙ্গে খাপ খায় না। সম্প্রীতি, শান্তি ও একতার প্রতি আমাদের দায়বদ্ধতা ও প্রতিশ্রুতি রয়েছে। ফলে এমন কোনও বক্তব্যকে দল সমর্থন করে না যা বাংলার সামাজিক অবস্থানকে আঘাত করে।
আরও পড়ুন: ডিম-দুধ-মাংস উৎপাদনে বাংলাই সেরা! কেন্দ্রের স্বীকৃতিতে খুশি মুখ্যমন্ত্রী